আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি; ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে। যারা হঠাৎ করে বের হয়েছে, তারা জানে ঢাকা শহরের সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কেবল তাদের নেতাকর্মীদের উৎসাহ জাগানোর জন্য এসব বলছে।
তিনি আরও বলেন, পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও ট্রাফিক জ্যামের মতো সমস্যার স্থায়ী সমাধান আমরা দেব। উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পুরান ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।
ইশরাক হোসেন ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছেন। আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছি যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করে।
তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন। এছাড়া পোস্টাল ব্যালট নিয়ে সতর্কতা অবলম্বনের কথাও জানান।
ঢাকা-৬ আসন থেকে জয়ের সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, আমি জয়ের ব্যাপারে নিশ্চিত নই, তবে অত্যন্ত আশাবাদী। জনগণ বিপুল ভোটে দলকে এই আসন উপহার দেবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


