জুমবাংলা ডেস্ক : সম্প্রতি রাজধানীর গুলশানে ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন ওই বারে কী ঘটেছিল, সংবাদমাধ্যমের কাছে সে বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার হওয়া এক নারী।
ওই নারী বলেন, ‘আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ ওখানকার খাবারটা অনেক ভালো। খেতে গিয়েছিলাম। ওই মেয়েরা চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে। কোনো নিয়ম আছে একটা রেস্টুরেন্টে চারজন মিলে ঢোকা (ওয়াশরুমে)? সিরিয়াল মতো যাওয়া যাওয়া, তাই না?’
তিনি বলেন, ‘ওখানকার ম্যানেজারকে আমি, বাউন্সার যাকে বলে তাকে বললাম যে, ‘‘ভাইয়া, চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে, আরও কারও তো দরকার পড়তে পারে।’’ বাউন্সার কি করেছে, তাদের বের দিয়েছে ধরে। তাদের বের করে দেওয়ার পরে আমরা ১২টা, সাড়ে ১২টার (রাত) দিকে আমি ও আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। ওদের সঙ্গে আমরা বের হচ্ছি। বের হওয়ার পর ও (আক্রমণকারী নারী) কি করছে, গাড়ি নিয়ে, একটা কালো গাড়ি নিয়ে ভেতরে বসা ছিল। ওখান থেকে এসেই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে।’
ওই নারী বলেন, ‘প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করেছে। দেখেছে আমার গলায় কিছু (গহনা) আছে কি না। ওরা চারজন, আর আমি একা। আমি আবার শাড়ি পরা। কীভাবে আমি নিজেকে মেইনটেইন করব?’
তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন, কীভাবে ভাইরাল হয়েছে। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? উনি তো একটা নারী, মেয়ে মানুষ। উনার দরকার ছিল, আমাকে একটা থাপ্পড় মারত, উনি আমাকে চুলে ধরত আমার কোনো দুঃখ থাকত না। আমার শাড়িটা খোলার কী দরকার ছিল? এটা সবার কাছে আমার প্রশ্ন। আমি চাই, তাদের সুষ্ঠু বিচার হোক, আর কিছু না। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেন কোনো বোনের সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।’
লাল ড্রেসে দুর্দান্ত ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন সুন্দরী যুবতী
তারা মিমাংসার কথা বলছে- সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গ্রেপ্তার ওই নারী বলেন, ‘না, আমি কোনো মিমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হইছি, সোস্যাল মিডিয়াতে আমি ভাইরাল হয়ে গেছি। উনারা হন নাই। উনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছেন। কেন, আমি যদি দোষ না করি কথা বলতে কোনো প্রবলেম আছে? উনারা দোষ করেছেন বলেই কথা বলতে চাচ্ছেন না। আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।