ঘুম দিবসে কর্মীদের ঘুমাতে ‘সারপ্রাইজ ছুটি’

সারপ্রাইজ ছুটি

লাইফস্টাইল ডেস্ক : ১৭ মার্চ বিশ্ব ঘুম দিবস। সেই উপলক্ষে বিশেষ ‘ঘুমের উপহার’ দিয়েছে ভারতের বেঙ্গালুরুর একটি কোম্পানি। যার জন্য় ‘সারপ্রাইজ’ ছুটি পেয়েছে সংস্থাটির কর্মীরা। এ বছর ঘুম দিবস শুক্রবার হওয়ায় কর্মীদের সপ্তাহান্তে বিশ্রাম নেওয়ার বিষয়েও বার্তা দিয়েছে কোম্পানিটি।

সারপ্রাইজ ছুটি

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েকফিট সল্যুশনস নামে প্রতিষ্ঠানটি মূলত ঘুমানোর বিভিন্ন উপকরণ (ম্যাট্রেস, বালিশ ইত্যাদি) বিক্রির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি লিংকডইনে একটি পোস্ট দিয়েছে। পরে সেই পোস্টের স্ক্রিনশট প্রতিষ্ঠানের সব কর্মীকে মেইল করে দেওয়া হয়েছে।

পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, বিশ্ব ঘুম দিবস উপলক্ষে বিশ্রাম নেওয়ার জন্য ১৭ মার্চ সব কর্মীকে এক দিনের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ সপ্তাহ শেষে তাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। আজ সব কর্মী বিশ্রাম নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের যে মেইল পাঠানো হয়েছে, তার সাবজেক্ট লেখা ছিল, ‘চমকে দেওয়া ছুটির দিন: ঘুমানোর জন্য উপহার ঘোষণা’।

ওয়েকফিট সল্যুশনস কর্তৃপক্ষ কর্মীদের বলছে, ‘আমরা যেহেতু মানুষকে ঘুমানোর বিষয়ে উৎসাহ দিয়ে থাকি, তাই আমরা বিশ্ব ঘুম দিবসকে উৎসব হিসেবে বিবেচনা করে থাকি। বিশেষত, দিনটি যখন শুক্রবার!’

বিয়ে না করার কারণ জানালেন অঞ্জু ঘোষ

ওয়েকফিট সল্যুশনসের এমন অভিনব উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে ‘রাইট টু ন্যাপ’ (কাজের ফাঁকে খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া) নীতি চালু করেছে, যার ফলে কর্মীরা কাজের সময় আধা ঘণ্টা ঘুমাতে পারেন।