ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিল্পী প্রশান্ত তামাংয়ের রোববার (১১ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এবার জানা গেল, ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। অভিশপ্ত রাত নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্তর স্ত্রী মার্থা বলেন, এটা স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সেই সময় ঠিক তার পাশেই ছিলাম।
প্রশান্ত-ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সকলকে ধন্যবাদ। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি ফোন পেয়েছি। চেনা, অচেনা অনেকের কাছ থেকেই ফোন পেয়েছি। প্রশান্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে অনেকে ফুল দিয়েছেন। আমার বাড়ির বাইরে জড়ো হয়েছেন অনেকে। তবে সবাইকে জানাই তাকে শেষ শ্রদ্ধা জানাতে হলে হাসপাতালে আসতে হবে।
মার্থা বলেন, শুধু আজ নয়। যেভাবে এতদিন তাকে মেসেজ, রিল, গান শেয়ার করে সমর্থন করেছেন আপনারা তাতে আমি সত্যি আপ্লুত। দয়া করে ওকে এভাবেই ভালোবাসবেন। সত্যি ও মহান মানুষ।
২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন দার্জিলিংয়ের প্রশান্ত। তার মাধ্যমে প্রথম কোনো বাঙালি আইডলের মঞ্চে চ্যাম্পিয়ন হয়। এর আগে সাধারণ পুলিশ ছিলেন তিনি। গাইতেন কলকাতা পুলিশের অর্কেস্ট্রায়।
ইন্ডিয়ান আইডলে সেরা হয়ে রাতারাতি তারকা বনে যান প্রশান্ত। এরপরের জীবনও বেশ মসৃণ ছিল তার। আইডলের ঘর থেকে বেরিয়ে বাজারে আনেন ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ধন্যবাদ। দারুণ জনপ্রিয়তা পায় সেটি।
হিন্দি ও নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রশান্ত। নেপালি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে আমাজন প্রাইম ভিডিওর পাতাললোক সিজন ২-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


