লাইফস্টাইল ডেস্ক : অনেকেই জানেন না, কী ভাবে ঘুমোচ্ছেন তার উপরও নির্ভর করে ভাগ্য। রাতে ঘুমোনোর সময় ৫টি জিনিস ভুলেও মাথার কাছে রাখবেন না। নইলে অশান্তি-অর্থহানি হতে বাধ্য।
বিবিধ কারণে জীবনে নানা বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধা অতিক্রম করেই জীবনে সাফল্য মেলে। তা সত্ত্বেও অনেক সময় ব্যর্থতা হাতে আসে। শুরু হয় আর্থিক সংকট। ছোটখাট বিষয় নিয়ে ঝামেলাও বাধে। অথচ কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। তাহলে ঘরের বাস্তুতে হয়তো কোনও ভুল হচ্ছে! অনেকেই জানেন না, কী ভাবে ঘুমোচ্ছেন তার উপরও নির্ভর করে ভাগ্য। রাতে ঘুমোনোর সময় ৫টি জিনিস ভুলেও মাথার কাছে রাখবেন না। নইলে অশান্তি-অর্থহানি হতে বাধ্য।
খবরের কাগজ এবং বই- বাস্তুশাস্ত্র অনুসারে,কখনও সংবাদপত্র, বই বা ম্যাগাজিন মাথায় বা বালিশের নিচে রেখে ঘুমোনো উচিত নয়। এতে বাড়ে মানসিক চাপ। জীবনযাত্রাকে প্রভাবিত করে। তাই ঘুমোনোর আগে বই ও খবরের কাগজ নির্ধারিত জায়গায় রেখে দেওয়া উচিত। কাবু করতে পারবেন না মানসিক চাপ।
ওষুধ খেয়ে ঘুম- রাতে ওষুধ খাওয়ার পর পাশে রেখেই ঘুমিয়ে পড়েন অনেকে। বাস্তুশাস্ত্র অনুসারে এটা একেবারে ভুল পদ্ধতি। এর অর্থ ওষুধ খেতে পছন্দ করেন ওই ব্যক্তি! এই পরিস্থিতিতে ওষুধ আর অসুখ সারাজীবন পিছু ছাড়ে না। জীবনে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। তাই ঘুমানোর আগে ওষুধগুলি সরিয়ে রাখা উচিত।
বালিশের নিচে পার্স- অনেকেই ঘুমোনোর সময় পার্স বালিশের নিচে বা মাথার কাছে রেখে ঘুমান। এটা অত্যন্ত বদভ্যাস আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী,এভাবে ঘুমোলে বোঝা যায়, ব্যক্তি প্রচণ্ড লোভি। ঘরে অপ্রয়োজনীয় খরচ বাড়তে শুরু করে। আর্থিক সংকটের মুখে পড়ে পরিবার। জীবনসঙ্গীর সঙ্গে অকারণে অশান্তিও শুরু হয়।
মাথার কাছে ইলেকট্রিক ডিভাইস- অনেকেই রাতে ঘুমোনোর আগে মোবাইল ঘাঁটেন। কেউ কেউ বিছানাতেই ল্যাপটপ নিয়ে কাজ করেন। ঘুম আসলে মাথার কাছে রেখে শুয়ে পড়েন। এমন অভ্যাস থাকা উচিত নয়। মোবাইল, স্মার্ট ওয়াচ এবং ল্যাপটপ ঘুমোনোর আগে মাথার কাছে রাখবেন না। এমন ভুল করে থাকলে অবিলম্বে স্বভাব পরিবর্তন করুন। বাস্তু মতে মোবাইল, স্মার্ট ওয়াচ বা ল্যাপটপ বিছানায় রেখে ঘুমোলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। এই ইলেকট্রনিক ডিভাইসগুলি থেকে নির্গত হয় অদৃশ্য রশ্মি। যা ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমোনোর সময় এই সব ডিভাইস থেকে দূরে থাকুন।
জলের বোতল- অনেকেরই রাতে ঘুমানোর সময় বারবার জল খাওয়ার অভ্যাস আছে। এ জন্য মাথার কাছে জলের বোতল নিয়ে ঘুমোন। এই অভ্যাস বদল করা আবশ্যক। বাস্তু অনুসারে,জল চাঁদের সঙ্গে সম্পর্কিত। তাই মাথায় জল রেখে ঘুমালে চন্দ্রকে প্রভাবিত করে। সেজন্য় মানসিক চাপ ও সমস্যা বেড়ে যায়। এই অভ্যাসের ফলে অযথা মানসিক চাপ বাড়ে। চিন্তা গ্রাস করে ব্যক্তিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।