ঘূর্ণিঝড়ে সমুদ্রে গোসল করতে নেমে বিপদে পর্যটক

ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার সরাসরি প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে। রৌদ্রের প্রখর তাপে রবিবার দুপুরেও দেখা নেই বৃষ্টির। তবে উত্তাল রয়েছে সমুদ্র। উত্তাল সমুদ্র দেখতে সমুদ্র পারে ভিড় করেছে হাজার হাজার পর্যটক।

ঘূর্ণিঝড়

এমন অবস্থায় সাবধানতা অবলম্বনের জন্য শনিবার বিকেল থেকে আগামী সোমবার পর্যন্ত সমুদ্রের পর্যটকদের গোসলের উপর নিষেধাজ্ঞা থাকা জারি করেছে প্রশাসন।

দীঘার বিচে অবাধ্য পর্যটকদের আটকাতে বিচ সংলগ্ন এলাকা ঘিরে রাখা হয়েছে দড়ি দিয়ে। চলছে প্রশাসনিক নজরদারি। এরপরেও নজরদারি এড়িয়ে সমুদ্রে গোসল করতে গিয়ে বড়সড় বিপদে পড়লো এক পর্যটক। প্রবল স্রোতে সমুদ্রের তলে যাওয়া পর্যটককে কোনোমতে উদ্ধার করে নুলিয়ারা।

বহুদিন বন্ধ থাকা এসি চালুর আগে যা করবেন

এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক ঝড়-বাতাস চলছে। রোববার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রচণ্ড বাতাসের কারণে রাখাইনে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।