আন্তর্জাতিক ডেস্ক : গরু পাচারকাণ্ডে নাম জড়িয়েছিল বিএসএফ আধিকারিক সতীশ কুমারের। বিএসএফ-এর সেই কমান্ডান্টকে গ্রেফতার করল ইডি।
গতকাল জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফের সাসপেনডেড কমান্ডান্ট সতীশ কুমারকে তলব করে ইডি। প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সতীশ কুমারকে।
সূত্রে খবর ওই ম্য়ারাথন জেরার পরও সতীশ কুমারের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তারপরই তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ গরু পাচারকারীদের কাছে থেকে ১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন বিএসএফের ওই আধিকারিক।
গরু পাচারের টাকা কোথায় গিয়েছে, কারা ওই পাচারের বিপুল টাকা নিয়েছে তা খুঁজে দেখছে ইডি। সেটা করতে গিয়েই বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে এসেছে। তাতেই শেষপর্যন্ত গ্রেফতার হয়েছেন সতীশ কুমার।
এর আগে সিবিআই গরু পাচারের তদন্তে এই সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই। গরু পাচারের টাকা কাদের কাছে গিয়েছে তা জানতে সতীশ কুমারকে গ্রেফতারের প্রয়োজন ছিল বলে ইডি সূত্রে খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।