ঘুমন্ত শূকরকে গিলে ফেলল বিরাট বড় অ্যানাকোন্ডা

শুকর

জুমবাংলা ডেস্ক : এই পৃথিবীতে কিছু এমন প্রাণী রয়েছে, যাদের শিকারের পদ্ধতি এতটাই বিপজ্জনক যে, তাদের খপ্পর থেকে পালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। সেই প্রাণীগুলি এতটাই ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, তার ভিডিও টিভির পর্দায় বা মোবাইলে দেখলেও ভয় ধরে যায় মানুষের মনে। তেমনই একটা ইউটিউব ভিডিও নেটপাড়ার লোকজনের হাড়হিম করে দিয়েছে। অ্যানাকোন্ডা সাপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ভিডিওর পরতে পরতে তা ধরা পড়ল। ঘুমিয়ে থাকা একটি শূকরকে যে ভাবে আক্রমণ করল ওই অ্যানাকন্ডা, দেখলে ভয় ধরতে পারে আপনার মনেও।

শুকর

ইউটিউবে Reptile Channel নামক একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সাপ ও অন্যান্য সরীসৃপদের নিয়ে নানাবিধ ভিডিও শেয়ার করা হয় পেজটি থেকে। বিস্ময়কর ভিডিওতে প্রথমে দেখা গেল, একটি বিশাল আকারের অ্যানাকন্ডা শিকারের সন্ধানে বেরিয়েছে। শিকার যে তার সামনেই কোথায় রয়েছে, সেটা বুঝতে পেরেছিল সাপটি। খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল একটি ছোট্ট ঘরের সামনে। আর সেই ঘরেই ঘুমাচ্ছিল একটি সাদা শূকর। ব্যস! তারপর আর দেখে কে!

কয়েক সেকেন্ডের মধ্যেই ওই শূকরটিকে জ্যান্ত গিলে ফেলল অ্যানাকন্ডা সাপটি। ইউটিউব ভিডিওতে উল্লেখ করা হয়েছে, এই ভিডিওটি ২০১৭ সালে শুট করা হয়েছিল। এটি ছিল সবুজ রঙের অ্যানাকন্ডা প্রজাতির সবথেকে বড় সাপ।

Anaconda Enters Pig Pen--Eats Pig

এমন অনেক জায়গা রয়েছে, যেখানে প্রাণীদের জন্য ঘর তৈরি করে রাখা হয়। সেরকমই একটা ঘরে ঘুমাচ্ছিল শূকরটি। সাপটি শিকারের গন্ধ পাওয়া মাত্রই ধীরে ধীরে এগিয়ে যায় শূকরটির দিকে। তারপরই ঘুমন্ত অবস্থা থেকে সেই শূকরটিকে তুলে তাকে কামড় দেয় সাপটি। বেদনায়াক সেই দৃশ্যটি ক্যামেরায় তুলে ধরা হয়নি।

জমজমাট নবাবগঞ্জের বাঙ্গির বাজার

কিছুক্ষণ পর দেখা যায়, অ্যানাকন্ডা শূকরটিকে তার শরীরের সঙ্গে পুরোপুরি বেঁধে রেখেছে। ধরার পর প্রথমে প্রাণীটির শ্বাসরোধ করে এবং তারপর গিলে খেয়ে নেয়। এই ভিডিওটি প্রায় ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।