অসম্ভবকে সম্ভব করে ভিডিও গেমের ‘কিল স্ক্রিনে’ গিবসন!

গিবসন

লাইফস্টাইল ডেস্ক : ক্লাসিক ধাঁধার জনপ্রিয় ভিডিও গেম টেট্রিসের অতীতের সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে মাত্র ১৩ বছর বয়সের এক বালক উইলিস গিবসন। গেমার হিসেবে ‘ব্লু স্কুটি’ নামেও পরিচিত বিস্ময়কর এ বালক।

‘ক্লাসিক’ ভিডিও গেম টেট্রিস গেমটি ডিজাইন করেন রাশিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এলেক্সি পাজিতিনভ। ১৯৮৪ সালে নির্মিত গেমটি খেলতে গিয়ে কেউই ২৯ তম লেভেলের বেশি যেতে পারেনি।

তাই গেমাররা ভেবেছিলেন, গেমটির ২৯ তম লেভেলই সর্বোচ্চ লেভেল। ২০১০ সালে এ ধারণাকে মিথ্যা প্রমাণ করে ‘হাইপারট্যাপিং’ পদ্ধতি ব্যবহার করে ৩০তম লেভেলে পৌঁছায় থর অকল্যান্ড।

এরপর অনেক গেমারই নতুন নতুন ‘স্পিডরানিং’ কন্ট্রোলার পদ্ধতি উদ্ভাবন করে ১৪৮তম লেভেলে পৌঁছেছিল। কিন্তু ২১ ডিসেম্বরে দেখা যায়, ১৫৭ তম লেভেল পেরিয়ে ‘কিল স্ক্রিনে’ পৌঁছে গেছে গিবসন!

কিন্তু এই লেভেলে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রোগ্রাম প্রতিপক্ষ হয়ে ওঠে। যেখানে ‘হাইপারট্যাপিং’ কিংবা ‘স্পিডরানিং’ কন্ট্রোলার পদ্ধতিতে দ্রুত আঙুল চালালেও গেম জেতা সম্ভব হয়ে ওঠে না।

কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে মাত্র ৩৫ মিনিটেই এ কঠিন কাজ করে দেখায় গিবসন। ক্লাসিক ধাঁধার খেলাটির এআই প্রোগ্রাম প্রতিপক্ষকে ‘হারিয়ে’ দিয়ে ছিনিয়ে নেয় বিজয়ের মুকুট।

এ প্রসঙ্গে টেট্রিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মায়া রজার্স জানান, এ বছরই টেট্রিসের ৪০ বছরপূর্তি পালন করছি। এ বর্ষপূর্তির আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে ভিডিও গেমার গিবসন। আশা করছি, গিবসনের এ জয় ক্লাসিক ধাঁধার ভিডিও গেম ‘টেট্রিস’-এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে; সেই সঙ্গে গেমটি নিয়ে গেমারদের মধ্যে আগ্রহও বাড়বে আগের চেয়ে দ্বিগুণ।