ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি এক নারী উদ্যোক্তার প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন। শাড়ি স্পন্সর নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী, প্রমোশন না দেওয়ার অভিযোগ এনেছেন ওই উদ্যোক্তা।
অভিযোগ ওঠার পরই তানজিন তিশা নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”
এদিকে, নারী উদ্যোক্তা ঝিনুক গণমাধ্যমে জানান, তানজিন তিশা ইনস্টাগ্রামে তার পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পন্সর করার প্রস্তাব দেন এই শর্তে যে, তিশা সেটি পরে প্রমোশন করবেন।
ঝিনুক বলেন, “তিশা আপা শাড়িটি পেয়ে ফোনে জানান এটি তার খুব পছন্দ হয়েছে। তিনি আমাকে আশ্বাস দেন কাজটি ভালোভাবে করবেন। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রমোশন করেননি। আমি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি।”
আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঝিনুক বলেন, “দীর্ঘ ১০ মাস হয়ে গেছে। না তিনি প্রমোশন করেছেন, না শাড়ির দাম দিয়েছেন। এখন আমি চাই অন্তত শাড়ির টাকা ফেরত দিক। নাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”
তবে এ অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।