জুমবাংলা ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তার ছেলে এম সাফাক হোসেনকে সঙ্গে নিয়ে গত কয়েকদিন চট্টগাম বন্দরের গুরুত্বপূর্ণ সব মিটিং করেছেন। সাফাককে বন্দরের টাকায় ৩২ হাজার টাকা মূল্যের স্যুটের কাপড় উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান নিজে এই উপহার তুলে দেন।
শুক্রবার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি বিষয়টি তুলে ধরে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। পাঁচটি ছবি সম্বলিত ওই পোস্টে তিনি লিখেছেন, “’আমি জানতে আগ্রহী নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ঠিক কোন ক্যাপাসিটিতে তার পুত্র এম সাফাক হোসেনকে সঙ্গে নিয়ে চট্টগাম বন্দরের বিগত কয়েকদিনের গুরুত্বপূর্ণ সব মিটিংয়ে উপস্থিত ছিলেন? শুধু তাই না, সাখাওয়াতপুত্রকে বন্দরের ফান্ড থেকে ৩২ হাজার টাকা মূল্যের সুটের কাপড়ও উপহার হিসেবে দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন তিনি বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান।”
জুলকারনাইন সায়ের আরও লিখেছেন, “সাখাওয়াতের পুত্রের সঙ্গে আরও বেশ কিছু মন্ত্রণালয়ের ভালোই সখ্যতা গড়ে উঠেছে। কিন্তু আপনাদের এই সংখ্যতা তৈরির জন্যে কিন্তু হাজারো মানুষ প্রাণ দেয়নি, অসংখ্য আহত হননি। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবেন, সঙ্গে সরকারি জ্যুস খাওয়া শুরু করবেন। এসব বন্ধ করুন।”
এই পোস্টের নিচে অনেক ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের মধ্যে ড. হারুনর রশিদ রাজা নামে একজন মন্তব্য করেছেন, “ওমা, সব দেখছি ধান্দাবাজ!”
মানিক রহমান লিখেছেন, “অধিকাংশ সুবিধাভোগী, ভালো মানুষ জুটলনা আমাদের কপালে।”
শাহীন সরদার লিখেছেন, “কোটা পদ্ধতি বাতিলের জন্য আন্দোলন করে সবকিছুই কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে।”
এমডি ফয়সল সিরাজ লিখেছেন, “শুরু হয়ে গেছে পরিবারতন্ত্র।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।