বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী সংখ্যা বেড়েই চলেছে। প্রত্যেকেই অভিনব ধারণা দিয়ে সমৃদ্ধ করছে এই প্রযুক্তি। এবার এই যাত্রায় যুক্ত হলো রাশিয়ার লেন্ডিং ব্যাংক বারব্যাংক। ব্যাংকটি দাবি করছে, তাদের লেনদেন সংক্রান্ত কাজ পরিচালনার জন্য উপযুক্ত একটি চ্যাটবট তারা আবিষ্কার করেছে। নতুন এই চ্যাটবটটির নাম গিগাচ্যাট।
প্রতিষ্ঠানটির দাবী, এই জেনারেটি এআই চ্যাটজিপিটি থেকেও ভালো। কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তা রাশিয়ান ভাষায় আলাপন করতে সক্ষম।
প্রশ্ন হতে পারে বারব্যাংক কেন কৃত্রিম প্রযুক্তি নিয়ে কাজ করবে? ২০২০ সালে তারা প্রযুক্তিখাতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়৷ ওইসময় তাদের প্রতিষ্ঠানের লোগো থেকে ব্যাংক শব্দটি ছাটাই করা হয়েছিল। এরপর থেকেই তারা প্রযুক্তিখাতে ব্যাপক বিনিয়োগ বাড়াতে শুরু করে৷ চালকবিহীন গাড়ি থেকে শুরু করে ক্লাউড সার্ভিসেও তারা বিনিয়োগ করেছে।
চ্যাটজিপিটি অবশ্য গিগাচ্যাট আসার পরপরই রাশিয়ায় সেবাদান বন্ধ করে দেয়। তবে বারব্যাংক আশাবাদী। গিগাচ্যাট চ্যাটজিপিটি থেকেও ভালো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।