Gionee G13 Pro (জিওনি জি১৩ প্রো) হুয়াওয়ের হারমনিওএস (HarmonyOS) এর ফোন
জিওনি চীনে কম বাজেটের অনেক ভালো ফোন নিয়ে আসলেও অফিশিয়ালি কোন ফোন গ্লোভাল মার্কেটে নিয়ে আসেনি। গত কয়েক বছর ধরেই জিওনির ফোন চীনের মার্কেটে সারা ফেলেছে। সম্প্রতি চীনের বাজারে জিওনি জি১৩ প্রো লঞ্চ করেছে জিওনি মোবাইল কোম্পানি। Gionee G13 Pro নিয়ে সারা দুনিয়ায় এতো হাইপ হওয়া কারণ হলো জিওনি জি১৩ প্রো ফোনটির ডিজাইন ও সফটওয়্যার।
হুয়াওয়ে ফোনের বাইরে প্রথম ফোন হিসাবে জিওনি জি১৩ প্রো ফোনটি হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম হারমোনিওএস দিয়ে আসতেছে যাতে এন্ড্রয়েড অ্যাপও চলবে। ফোনের ডিজাইনও ফোনটিকে সারা দুনিয়ায়র মানুষের কাছে আগ্রহের কারণ হয়ে উঠেছে। জিওনি জি১৩ প্রো ফোনটির ডিজাইন অ্যাপল আইফোন ১৩ এর মতো অনেকটা দেখতে।
জিওনি ১৩ প্রো ফোনে রয়েছে আইফোন সদৃশ বড় নচ সহ ৬.২৯ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়নি, তবে ফেস আনলক ফিচারটি রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Gionee 13 Pro ফোনের iPhone 13 সদৃশ ব্যাক ক্যামেরা মডিউলটিতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেমের। যেখানে LED ফ্ল্যাশ এবং মাইক্রোফোন রয়েছে। ডিভাইসটির সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। ফোনে সেলফি ক্যামেরা হিসাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এছাড়া, iPhone 13 সিরিজের মতো Gionee 13 Pro মডেলটিতেও ফ্ল্যাট এজ রয়েছে এবং ডিভাইসটির ডান দিকে একটি ভলিউম রকার এবং একটি লাল রঙের পাওয়ার কী আছে।
প্রসেসর হিসাবে Gionee 13 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি টি ৩১০ (Unisoc T310) চিপসেট। ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ৪ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। ব্যাটারি দেওয়া হয়েছে ৩,৫০০এমএএইচ যা টাইপ-সি পোর্ট ব্যবহার করে চার্জ করা যাবে।
Gionee 13 Pro ফোনটি হারমনি ওএস (HarmonyOS) কাস্টম স্কিনে রান করে এবং ফোনটি হুয়াওয়ে মোবাইল সার্ভিস (HMS) দ্বারা অ্যাক্সেসযোগ্য।
একনজরে Gionee 13 Pro এর ফিচার:
ডিসপ্লেঃ ৬.২৬ইঞ্চি
প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৩১০
অপারেটিং সিস্টেমঃ হারমোনিওএস (হুয়াওয়ে)
র্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৩২জিবি / ১২৮জিবি
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৩৫০০mah
Gionee 13 Pro ফোনের দাম:
চীনের বাজারে জিওনি ১৩ প্রো ফোনটি ৫২৯ ইউয়ানে (আনুমানিক ৬,১৬৮ টাকা) বাজারে এসেছে। ফোনটি ডিপ সি ব্লু, গ্লো গোল্ড, ব্রিলিয়ান্ট পার্পল এবং গ্রাফাইট ব্ল্যাক- এই চারটি কালারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।