জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের রাজৈর থানা পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই)-এর মদ্যপ অবস্থায় নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি জানাজানির পর তাদের ক্লোজড করা হয়েছে।
তবে পুলিশ সুপারের দাবি, শৃঙ্খলাবর্হিভূত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুরের রাজৈর থানায় কর্মরত দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর কয়েকটি অশ্লীল ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেড ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছেন তারা। সে কক্ষের খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগের নেতা রাহাত হোসেন। এ ব্যাপারে অভিযুক্ত হাদিবুর রহমান বলেন, ‘কিছু দিন আগে বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে একটু আনন্দ-ফুর্তি করেছি।
কিন্তু সেটা ভিডিও করে কে ভাইরাল করল, বিষয়টি বুঝতে পারি নাই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। তবে আমি ভুল স্বীকার করছি, এরকম কাজ আর কখনো করবো না।’
অপর অভিযুক্ত স্বপন অধিকারী বলেন, ‘একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম।
ভিডিওতে যেটা দৃশ্যমান সেটাত দেখেছেন।’ রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা মেনে কাজ করে থাকে। কোনো অবস্থায়ই আইনের বাইরে কিছু করতে পারেন না। যদি কেউ শৃঙ্খলা ভঙ্গের কাজ করেন, তার সেই কাজের দায়ভার পুলিশ বিভাগ নিবে না। অভিযুক্তদের বিষয় জানতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করা হয়।
তিনি তাদেরকে ক্লোজড করেছেন।’ মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্তদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অচিরেই শৃঙ্খলা ভঙ্গ করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।