আন্তর্জাতিক ডেস্ক :জাপানে এই পরিষেবা অত্যন্ত সাধারণ বিষয় হলেও, ভারতে এখনও পর্যন্ত এই ধরনের কোনও ধারনা জন্মই নেয়নি। আর তাই এই তরুণীর আবেদনে কেঁপে গিয়েছে নেট দুনিয়া।
চলতি লোকসভা নির্বাচনের প্রচারে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে কর্মসংস্থানের অভাব। বিরোধীরা তো এই নিয়ে সভার পর সভায় গলা ফাটাচ্ছেন। দেশে যে চাকরির অভাব রয়েছে, তা আড়ালে-আবডালে মানছেন শাসক দলের নীচু স্তরের নেতারাও। কিন্তু, তাই বলে অভাব কি এতটাই বেশি যে, এক ভারতীয় তরুণী নিজেকে পুরুষদের কাছে প্রেমিকা হিসেবে ভাড়া দিতে চাইছেন? সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এই তরুণীর আবেদন।
বর্তমানে জাপানের এক অন্যতম বড় সমস্যা একাকিত্ব। এর জেরে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতিতে, সেই দেশে একটি নির্দিষ্ট সময়ের জন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার পরিষেবা চালু হয়েছে। অর্থের বিনিময়ে ভাড়া পাওয়া যায় প্রেমিক বা প্রেমিকা। ভাড়ার সেই প্রেমাস্পদের সঙ্গে ডেটে যাওয়া যায়, একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া যায়, কোনও পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া যায় বা শুধুই একে অপরের সঙ্গে কিছুটা সময় উপভোগ করা যায়। জাপানে এই পরিষেবা অত্যন্ত সাধারণ বিষয় হলেও, ভারতে এখনও পর্যন্ত এই ধরনের কোনও ধারনা জন্মই নেয়নি। আর তাই এই তরুণীর আবেদনে কেঁপে গিয়েছে নেট দুনিয়া।
তরুণীর আসল নাম বা পরিচয় জানা যায়নি। ইনস্টাগ্রামের দুনিয়ায় তাঁর পরিচয়, @divya_giri__। এই তরুণী একটি রিল পোস্ট করেছেন। রিলে দেখা যাচ্ছে, শৌচাগারের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গে লেখা আছে, “তুমি কি সিঙ্গল? ডেটে যেতে চাও? ডেটে যাওয়ার জন্য আমায় ভাড়া নাও!!” তারপরে তিনি বিভিন্ন ধরণের ডেটের ভাড়া জানিয়েছেন।
‘চিল কফি ডেট’-এ যাওয়ার খরচ, ১৫০০ টাকা। ‘নর্মাল ডেট (নৈশভোজ এবং সিনেমা দেখা)’-এর খরচ, ২০০০ টাকা। ‘বাইক ডেট’-এর জন্য তরুণীকে ভাড়া নিলে, দিতে হবে ৪০০০ টাকা। আর যদি তাঁর সঙ্গে ডেট-এর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়, তার জন্য খসাতে হবে ৬০০০ টাকা।
এখানেই শেষ নয়। ‘এক্সক্লুসিভ অ্যাড অন’ হিসেবে আরও কিছু পরিষেবা আছে। এর মধ্যে আছে হাইকিং বা কায়াকিং-এর মতো ‘অ্যাডভেঞ্চার ডে’ কাটানোর সুযোগ। যার ভাড়া ৫০০০ টাকা। বাড়িতে একসঙ্গে রান্না করতে চাইলে ভাড়া দিতে হবে ৩৫০০ টাকা। তরুণীকে সঙ্গে নিয়ে শপিং করতেযেতে চাইলে দিতে হবে ৪৫০০ টাকা। আর সপ্তাহান্তে দুদিনের জন্য একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তরুণীকে ভাড়া করতে চাইলে দিতে হবে ১০,০০০ টাকা।
স্বাভাবিকভাবেই নেটদুনিয়ার চর্চার বিষয়হয়ে উঠেছে এই ইনস্টা পোস্টটি। কেউ বলছেন, তরুণী বিদ্রূপ করে এই পোস্ট করেছেন। অন্যরা ছিছিক্কার করছেন। কেউ বলছেন, “ও মনে করছে, ও বোধহয় জাপানে আছে।” কেউ আবার সতর্ক করেছেন, এর পিছনে নিশ্চয়ই কোনও জালিয়াতি চক্র রয়েছে।
অনেকে তো মধুচক্র বলেও সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এই পোস্টটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকেও দেখছেন। তারা বলছেন, “যখন প্রকৃত চাকরি থাকে না, তখন আউট অব দ্য বক্স ভাবনা নিয়ে আবির্ভূত হয় নতুন নতুন স্টার্টআপ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।