জুমবাংলা ডেস্ক : নাটোরের লালপুরে এক কলেজছাত্রীর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে দুই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মে) উপজেলার সালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত শাকের আলী ছেলে শাহীন (২৮) ও সালামপুর গ্রামের নাসির আলীর ছেলে স্বাধীন আলী (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭/৮ মাস আগে ভুক্তভোগীর নারীর সঙ্গে শাহীনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কে অবণতি হলে স্বাধীন নামে আরেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই নারীর।
এতে ক্ষুব্ধ হয়ে আগের প্রেমিক স্বাধীনকে ভুক্তভোগী নারীর অশ্লীল ছবি পাঠায়। পরে দুই প্রেমিক মিলে ওই নারীর কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। দাবিকৃত টাকা না দেওয়ায় ইন্টারনেটে ভুক্তভোগী নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, বাদীর অভিযোগের পরিপেক্ষিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।