মাদারীপুরে এক তরুণীকে পাচার করে মালেশিয়ার যৌনপল্লীতে বিক্রির অভিযোগে সবুজ মৃধা নামে (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার ও ধর্ষণসহ ১০টি মামলা রয়েছে সবুজ মৃধার নামে।
সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে বুধবার (১৩ আগস্ট) রাতে র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা।
তিনি জানান, ধর্ষণ, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামি মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিবিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালি, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়।
ওই চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়ায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পরে ওই নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামি করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেপ্তার করে।
মামলার বাদি ওই নারী কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয় সবুজ মৃধা। পরে আমি দেশে ফিরে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি সবুজের বিচার দাবি করছি।”
কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, “গ্রেপ্তারকৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষণ, বিস্ফোরক, সিআর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামিদের গ্রেপ্তারেও জোর চেষ্টা চালাচ্ছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।