মেয়েরা বাঁকা হাড় দিয়ে তৈরি: শাহনূর

শাহনূর

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। কাজসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই সরব থাকেন ফেসবুকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি লিখলেন নারীদের নিয়ে।

শাহনূর

রবিবার (২ জুন) নিজের ফেরিফায়েড একাউন্টে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘মেয়েরা একটু রাগী হয়, জেদি হয়, অভিমানীও হয়। কারণ এরা বাঁকা হাড় দিয়ে তৈরি। মেয়েদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। মেয়েরা যতটা না অভিমানী হয়, তার চেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদের দায়িত্ব-সেক্রিফাইস শেখাতে হয় না। এরা পরিস্থিতির স্বীকার হয়ে সবকিছু নিজের মতো শিখে যায়।’

শাহনূর

শাহনূর আরও লিখেছেন, ‘মেয়েদের মন খুব নরম হয়। এরা সহজেই মানুষকে আপন করতে পারে। সহজেই নিজের মনে অন্য কাউকে স্থান দিতে পারে। কথায় আছে ‘নরম স্থানে আঘাত করলে লাগে বেশি’। ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায়। মেয়েদের খুব যত্নে রাখতে হয়। মেয়েদের আবেগ, আহ্লাদ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।’

এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না: রুক্মিণী

প্রসঙ্গত, চিত্রনায়িকা শাহনূর ক্যারিয়ারে অভিনয় করেছেন ৬১টিরও বেশি সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং।