তৃতীয় সিজন নিয়ে ফিরছে আলোচিত ‘গার্লস স্কোয়াড’

গার্লস স্কোয়াড

বিনোদন ডেস্ক : প্রথম দুই সিজনের সাফল্যের ধারাবাহিকতায় ফিরছে ‘গার্লস স্কোয়াড’। জমজমাট গল্পে নির্মিত হয়েছে নাটকটির তৃতীয় সিজন। বরাবরের মতো এবারও পরিচালনায় আছেন মাইদুল রাকিব।

গার্লস স্কোয়াড

এবার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাবিলা ইসলাম, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, শামিমা আফরিন অমি, জেরিন, স্বর্ণলতা, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ ও মেহেদী হাসান হৃদয় প্রমুখ।

নতুন সিজনে দেখা যাবে ‘গার্লস স্কোয়াড’-এর এক সদস্যের বিয়ে। সেই বিয়েকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার এবং নানা ফাঁদে পড়ার ঘটনা।

পরিচালক মাইদুল রাকিব বলেন, ‘ঢাকা, কক্সবাজার থেকে দেশের বাইরে যেখানে গেছি সেখানে প্রথম ও দ্বিতীয় সিজনের প্রশংসা পেয়েছি। বিশেষ করে মেয়েদের কাছে একটা আলাদা ইমেজ তৈরি করেছে সিরিজটি। আশা করছি এবারের সিজনটিও সবার ভালো লাগবে।’

অভিনেত্রী নাবিলা বলেন, ‘প্রথম সিজনে মারজুক রাসেল ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। এই সিজনে তার আর আমার বিয়ে দেখানো হবে।’

অভিনেত্রী আরও জানান, ‘মাঝখানে আমি বাগদানের আংটির একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম। সেটা এই সিরিজের শুটিংয়ের। শ্রেফ দর্শকদের আকর্ষণ করানোর জন্যই ছবিটা পোস্ট করা। আমার চেষ্টা সফল হয়েছে। আশা করছি নতুন সিজনটিও জমে যাবে।’

তেজপাতা দিয়েই তাড়িয়ে দিন বিরক্তিকর তেলাপোকা

২৪ নভেম্বর থেকে বঙ্গ অ্যাপে দেখা যাবে ‘গার্লস স্কোয়াড’ সিজন তিন। এর আগে ২০২১ সালে আসে নাটকটির প্রথম সিজন এবং গত বছর দ্বিতীয় সিজন। দুটি নাটকই দর্শকদের একটা শ্রেণি বেশ পছন্দ করেন।