Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিভেদ ভুলে যোগ্যদের দায়িত্ব দিন
    মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

    বিভেদ ভুলে যোগ্যদের দায়িত্ব দিন

    Saiful IslamSeptember 18, 2024Updated:September 18, 20243 Mins Read
    Advertisement

    সিপন আহমেদ : দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম জ্বালানি খাত। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল এই খাতের অন্তর্ভুক্ত। দৈনন্দিন জীবনে তিনটিই অত্যন্ত প্রয়োজনীয়। কাজেই এই খাত পরিচালনায় দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ লোক প্রয়োজন।

    সম্প্রতি তিতাস গ্যাস পরিচালনা পর্যদ গঠন করা হয়। সেখানে মানবজমিন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মানবজমিন সম্পাদক তিতাস গ্যাস পরিচালনা পর্যদের পরিচালকের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর নাম প্রস্তাব করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

    বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ার পর তা গ্রহণ না করে প্রত্যাহার করার নজির নেই বললেই চলে। ২০০৭ সালে ১১ জানুয়ারির তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হলে তিনিও তা প্রত্যাখ্যান করেছিলেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বলেছিলেন, ক্ষমতার লোভ আমার ছিল না। আমি যদি চাইতাম, তত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারতাম। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।

       

    ২০০৭ সালে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্ররা তাঁকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করতে পারেননি।

    মূল কথায় ফিরে আসি। গ্যাস সেক্টর বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সেক্টর। বর্তমানে দেখে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু দেশে দৈনিক গ্যাসের সক্ষমতা রয়েছে এক হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট। সম্প্রতি ভোলা জেলায় একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানা গেছে।

    শিল্প কারখানার কারণে আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। যেসব বাসায় গ্যাস সংযোগ রয়েছে, তাদের প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাসা বাড়িতে আমদানিকৃত তরলীকৃত গ্যাস ব্যবহার করা হচ্ছে। দিনদিন গ্যাসের চাহিদা বাড়ছে। জেলায় জেলায় শিল্প কারখানা গড়ে উঠায় নতুন পাইপলাইন তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ, যোগ্য ও অভিজ্ঞ লোক ছাড়া সফলতা কিংবা উন্নতি করা সম্ভব নয়।

    তিতাস গ্যাস কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিতাস গ্যাস পরিচালনায় এক্সপার্ট লোক নিয়োগের প্রসঙ্গ উঠে আসে। তাঁরা যেমনটি জানালেন, গ্যাস এক্সপার্ট হিসেবে দেশে প্রথমেই যার নাম আসে তিনি হলেন মাহমুদুর রহমান। অষ্টম জাতীয় সংসদে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন। এছাড়াও রয়েছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম।

    Sipon
    লেখক- সাংবাদিক সিপন আহমেদ

    তিতাস গ্যাসসহ বিভিন্ন সেক্টরে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, দেখতে হবে তাঁরা সেসব সেক্টরে বিশেষজ্ঞ, যোগ্য ও অভিজ্ঞ কি না? এসব ক্ষেত্রে নিয়োগে রাজনৈতিক পরিচয় মূখ্য নয়। দেশের স্বার্থে দল, মতের উর্ধে ব্যক্তির যোগ্যতা প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করার সুযোগ দিতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে হবে। আশা করি, সরকার কাউকে নিয়োগ দেওয়ার আগে এসব বিষয় বিবেচনা করবে।

    লেখক- সাংবাদিক

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    দায়িত্ব, দিন প্রভা বিভেদ ভুলে মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার যোগ্যদের
    Related Posts
    গণভোট

    গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া: হাসনাত

    November 2, 2025

    ভুয়া সাংবাদিকদের ছড়াছড়ি, হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকের মর্যাদা

    October 25, 2025
    তারেক

    ‘তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই’

    October 25, 2025
    সর্বশেষ খবর
    গণভোট

    গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া: হাসনাত

    ভুয়া সাংবাদিকদের ছড়াছড়ি, হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকের মর্যাদা

    তারেক

    ‘তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই’

    গণতন্ত্র

    ‘এ দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই’

    তারেক

    ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে : তারেক রহমান

    khilkhet footover bridge

    খিলক্ষেত ফুটওভার ব্রিজে বিশ্ব-বেহায়াদের মহোৎসব ও আমাদের ভাঙা স্বপ্ন

    দ্য ডিসেন্ট

    যুগলের অপকর্ম ও গণমাধ্যমের নীতি-নৈতিকতা

    দুলু

    আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে: দুলু

    শিক্ষা ব্যবস্থা

    ‘দেশের নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী’

    রুমিন

    কেউ না কেউ চাইছে, দেশকে আনস্টেবল করতে চাইছে : রুমিন ফারহানা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.