লাইফস্টাইল ডেস্ক : চশমার কাচই বলুন বা মাইক্রোওয়েভ অথবা কনভেকশন আভেনের সামনের কাচ… সবই পরিষ্কার রাখা খুব ঝক্কির ব্যাপার! অথবা সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে সাধের টিভি বা কম্পিউটারের এলসিডি স্ক্রিনের সামনে বসে দেখলেন স্ক্রিনে এমন ধুলো জমেছে যে ছবিটাই ঝাপসা দেখাচ্ছে? কাচ পরিষ্কার রাখার কতগুলো সহজ উপায় আছে, সেগুলি মেনে চললেই আর এই ধরনের সমস্যার মুখোমুখি হবেন না৷
চশমার কাচ
আপনি নিয়মিত সাবান দিয়ে চশমার কাচ পরিষ্কার করলেও লাভ হচ্ছে না মোটেই? না হওয়ারই কথা৷ তার কারণ বাড়িতে আমরা যে সব সাবান ব্যবহার করি দৈনন্দিন জীবনে, তার প্রত্যেকটিতেই নানা মাত্রায় ময়েশ্চরাইজ়ার বা গ্লিসারিন থাকে ত্বক নরম রাখার জন্য৷ ফলে আপনার চশমার কাচ ঝকঝকে পরিষ্কার হওয়ার জায়গায় তেলতেলে হয়ে যায়৷ তাই বলে যেন জানলার কাচ বা টেবিল পরিষ্কারের জন্য নির্ধারিত কোনও সলিউশন ব্যবহার করেও তা পরিষ্কার করতে যাবেন না, তাতে চশমায় গভীর আঁচড় পড়ার আশঙ্কা রয়ে যায়৷ আজকাল চশমার কাচ পরিষ্কারের জন্য বিশেষ ক্লিনার পাওয়া যায়, তেমন কিছু হাতের কাছে থাকলে ভালো, নতুবা আঙুলে কয়েক ফোঁটা ডিশওয়াশার নিয়ে চশমা ধুতে পারেন৷ কাচ মোছার জন্য যে কাপড়টি দেওয়া হয়েছে, কেবল সেটিই ব্যবহার করুন৷ টিস্যু পেপার, রুমাল, শার্ট বা শাড়ির আঁচল দিয়ে চশমা মুছবেন না৷ তাতে কাচে অবাঞ্ছিত দাগ পড়তে পারে৷ চশমা যখন ব্যবহার করছেন না, তখন কেসের মধ্যে পুরে বন্ধ করে রাখার অভ্যেস করুন৷ সমান পরিমাণ জল আর ভিনিগার মিশিয়েও ব্যবহার করে দেখতে পারেন, তাতেও কাজ হবে৷
আভেনের কাচ
প্রতিবার রান্না শেষ হওয়ার পর গ্লাস ক্লিনার আর শুকনো কাপড় দিয়ে মুছে নিন আভেনের সামনের কাচ৷ তাতে একদিনে বেশি চাপ পড়বে না৷ রোজের ডাস্টিংয়ের সময়েও আভেনের কাচ ভালো করে মুছে নেওয়া উচিত৷
কম্পিউটার স্ক্রিন বা এলসিডি মনিটর
ভিনিগার আর জলের মিশ্রণ আর একটা শুকনো এবং নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন আপনার কম্পিউটার স্ক্রিন৷ ফ্ল্যাট এলসিডি স্ক্রিনের ক্ষেত্রেও এই মিশ্রণ ব্যবহার করা যায়, অনেকে অ্যালকোহল আর জলের মিশ্রণও ব্যবহার করেন৷ তবে কখনওই সরাসরি স্ক্রিনের উপর কোনও তরল স্প্রে করবেন না, প্রথমে মোছার কাপড়টা ভিজিয়ে নিন, তার পর স্ক্রিন মুছে দেবেন৷ খুব নরম হাতে মুছুন, তা না হলে কিন্তু স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।