বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি টেক ব্র্যান্ড অনার টিজ করে জানিয়েছিল কোম্পানি তাদের ‘এস’ সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Honor X6c লঞ্চ করতে চলেছে। এবার গ্লোবাল বাজারে Honor X6c স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে। এই লো বাজেট রেঞ্জে স্মার্টফোনটি প্রথমে মালয়েশিয়াতে সেল করা হচ্ছে। 50MP ক্যামেরা, 5300mAh ব্যাটারি এবং MediaTek প্রসেসর সহ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X6c স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ডিসপ্লে
Honor X6c স্মার্টফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.61 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ TFT LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও 1010 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
Honor X6c স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং MagicOS 9.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে মিডিয়াটেক হ্যালিও আল্ট্রা চিপসেট যোগ করা হয়েছে। এই প্রসেসর 1.7Ghz থেকে 2.0Ghz ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনে ARM Mali G52 জিপিইউ দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Honor X6c স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং Auxiliary সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.2 5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Honor X6c স্মার্টফোনের শক্তিশালী 5,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 4 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 2 মিনিট চার্জ করলে 60 মিনিট পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।
Honor X6c এর ফিচার
-জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
-দুর্দান্ত কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi, OTG ও NFC রয়েছে।
-এই স্মার্টফোনের ক্যামেরা 10x digital zoom সহ ফটো ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম।
-এই স্মার্টফোনে AI ডেডিকেটেড সাইড বাটন দেওয়া হয়েছে, যার ফলে সিঙ্গেল টাচের সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার ওপেন করা যায়।
-এই স্মার্টফোনে Ultra-Bounce Anti-Drop ফিচার রয়েছে, ফলে এটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত থাকবে।
-কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor X6c স্মার্টফোনটি 1.5 মিটার উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।
-স্মার্টফোনটিতে 8GB Expendable RAM রয়েছে, এটি ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
-এই স্মার্টফোনটিতে Flicker-Free Dimming এবং Blue Light Filter এর মতো ফিচার দেওয়া হয়েছে।
Honor X6c এর দাম
মালয়েশিয়ার বাজারে Honor X6c স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলে 6GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে। এই মডেলটির দাম 599 রিঙ্গিট অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 12,200 টাকার কাছাকাছি।
গ্লোবাল বাজারে এই লো বাজেট রেঞ্জে স্মার্টফোনটি Ocean Cyan, Moonlight White এবং Midnight Black মতো কালার অপশনে সেল করা হচ্ছে। ভারতীয় বাজারে Honor X6c স্মার্টফোনটি লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।