কোম্পানির পক্ষ থেকে POCO M7 Plus ফোনটি ভারতে লঞ্চের পর, এবার নতুন POCO M7 ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। এই ফোনটি 7,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। শাওমির গ্লোবাল ওয়েবসাইটে পোকো ফোনের সম্পূর্ণ ডিটেইলস লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লো বাজেট 4G ফোনটি মার্চ মাসে ভারতের বাজারে পেশ হওয়া POCO M7 5G ফোনের থেকে আলাদা।
জানিয়ে রাখি আর্লিএক্সপ্রেসের মাধ্যমে ফোনটির দুটি ভেরিয়েন্টে সেল শুরু হয়ে গেছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম প্রায় 12,800 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 13,300 টাকা রাখা হয়েছে। চীনের ওয়েবসাইটে পোকো ফোনটি Black, Blue এবং Silver এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
সবচেয়ে বড় কথা POCO M7 4G ফোনটিতে বড় ব্যাটারি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1,600 চার্জ করার পরও দীর্ঘমেয়াদি ব্যাটারি হেলথ বজায় থাকবে। একইসঙ্গে ফোনটিতে 18W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
POCO M7 ফোনটিতে 6.9 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। এই IPS LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 850nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে Wet touch technology 2.0 টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে খুব সহজেই ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
চীনের বাজারে POCO M7 ফোনটি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 685 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Memory extension ফিচার রয়েছে, এর ফলে 8GB ভার্চুয়াল RAM টেকনোলোজি এবং ফিজিক্যাল RAM এর ব্যাবহারে মোট 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে 2TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য নতুন POCO M7 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এই ফোনটিতে Bluetooth 5.0 এবং Wi-Fi সহ NFC ও IR blaster এর মতো ফিচার সাপোর্ট করে। একইভাবে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
POCO M7 ফোনটির ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে গ্লোবাল মডেলে শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি, বড় RAM এবং 144 হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অন্যদিকে অত্যন্ত কম সময়ের মধ্যে ফোনটি হাতে পাওয়া যাবে।
POCO M7 Plus 5G ফোনটির 7,000এমএএইচ ব্যাটারি সহ 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জের iQOO Z10x ফোনটিতে 6,500এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে যারা 10 হাজার টাকার চেয়ে কম দামে ফোন খুঁজছেন, তাদের জন্য 6,000এমএএইচ ব্যাটারি সহ iQOO Z10 Lite ফোনটিও একটি ভালো অপশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।