
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের জনপ্রিয় পরিষেবা ‘জিমেইল’ তার নামানুসারে ই-মেইল সেবা দিয়ে আসছিল। কিন্তু ই-মেইল পাঠানোর পাশাপাশি অ্যাপ থেকেই ব্যবহারকারীরা ভয়েস/ভিডিও কলিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন বহু দিন থেকেই।
কেননা সময়টা এখন বলা যায় ভার্চুয়াল কথোপকথনেরই। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ভয়েস/ভিডিও কল সুবিধার কারণে ব্যাপকভাবে জনপ্রিয়। অন্যদিকে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপও এ সুবিধা দিচ্ছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার গুগল-ও তাদের জিমেইল অ্যাপে ভয়েস ও ভিডিও কলিং ফিচার যুক্ত করেছে। অর্থাৎ জিমেইল অ্যাপের চ্যাট ট্যাব থেকেই এবার ভয়েস ও ভিডিও কলের ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সকলের জন্য ফিচারটি ইতিমধ্যে উন্মুক্ত করা শুরু করেছে গুগল। সুবিধাটি উপভোগ করতে ফোনের জিমেইল অ্যাপটি আপডেট করতে হবে।
জিমেইল অ্যাপে ওয়ান-টু-ওয়ান ভয়েস ও ভিডিও কলিং করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন থেকে ভয়েস বা ভিডিও কল করা যাবে। গ্রুপ কলিংয়ের জন্য কোনো ফিচার নিয়ে আসেনি গুগল।
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন থেকে জিমেইল অ্যাপটি আপডেট করে নিন।
এবার জিমেইল খুলুন এবং ‘চ্যাটস’ ট্যাবে ট্যাপ করুন। গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটস’ ট্যাব বাই-ডিফল্ট এনাবল করা রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটিংস অপশনে গিয়ে ‘চ্যাটস’ অপশন এনাবল করতে হবে।
চ্যাটস সেকশনের ভিতরেই দেখতে পাবেন সমস্ত কথোপকথন তালিকাভুক্ত রয়েছে। যেকোনো একটিতে ট্যাপ করুন।
উপরের কর্ণারে এবার ফোন অথবা ভিডিও আইকনে ট্যাপ করে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



