বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জড়িতদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারে সতর্ক করেছে গুগল। চীন সরকার সমর্থিত হ্যাকাররা এসব অ্যাকাউন্টে ফিশিং হামলা চালাতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। খবর টেকরাডার।
গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ (টিএজি) একাধিক ব্যবহারকারীকে পাঠানো এক সতর্কবার্তায় জানায়, জাজমেন্ট পান্ডা ও জিরকোনিয়াম নামে পরিচিত দুটি হ্যাকার গ্রুপ তাদের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা করছে। পাশাপাশি হ্যাকারদের ফিশিং হামলাগুলো ই-মেইল সার্ভিসে সফলভাবে প্রতিহত করা গেছে।
গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের পরিচালক শেন হন্টলি বলেন, ফেব্রুয়ারিতে আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কিত একাধিক ব্যক্তির জিমেইল অ্যাকাউন্টকে কেন্দ্র করে এপিটি৩১ ফিশিং ক্যাম্পেইন পরিচালনা করার প্রমাণ পেয়েছি। যাদের লক্ষ্য করে চীন সরকার সমর্থিত হ্যাকাররা হামলা চালিয়েছিল, তাদের আমরা এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছি। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের সঙ্গে এ হামলা সম্পৃক্ত করার কোনো তথ্যপ্রমাণ আমরা পাইনি।
চলতি সপ্তাহের শুরুতে টিএজি ইউক্রেন ও ইউরোপের সরকার ও সামরিক বাহিনীর ওপর রাশিয়ান, বেলারুশিয়ান ও চীনের রাষ্ট্র সমর্থিত হ্যাকারদের আক্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস (ডিডিওএস) ও ফিশিংয়ের মাধ্যমে এ হামলা পরিচালনার সম্ভাবনা ছিল।
এক প্রতিবেদনে হন্টলি জানান, দুই সপ্তাহ ধরে টিএজি সম্ভাব্য সব হামলাকারীর কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে ফ্যান্সিবিয়ার ও ঘোস্টরাইটারের মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।