নতুন ফিচার আনছে জিমেইল, দেখে নিন চমক

gmail

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ই-মেইল সেবা জিমেইলে নতুন ফিচার নিয়ে এসেছে। ই-মেইলে লেখা বার্তাকে আরও বেশি সাজানো-গোছানো করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) যোগ করেছে প্রতিষ্ঠানটি। জেমিনি এআইয়ের মাধ্যমে অগোছাল ও অসম্পূর্ণ লেখাকে ‘ফরমাল’ বা পেশাদার ই-মেইলে রূপ দেবে ‘পোলিশ’ নামের ফিচারটি। টেকটাইমস।

gmail

জিমেইলের নতুন মেইল লিখতে এর ‘কম্পোজ’ অপশনে ক্লিক করতে হয়। এরপর প্রয়োজন মাফিক লেখার পর অনেক সময় অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হয়। পরবর্তী সময়ে ‘ড্রাফটস’ অপশন থেকে আবার লেখা শুরু হয়। কম্পোজ বা ড্রাফটস যে কোনো জায়গা থেকেই ‘পোলিশ’ ফিচারটি ব্যবহার করা যাবে।

ব্রাউজার থেকে জিমেইল ব্যবহার করলে লেখার সময় নিচের দিকে ‘হেল্প মি রাইট’ অপশন পাওয়া যায়। সেখানে ‘পোলিশ’ নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। অগোছাল বা অসম্পূর্ণ মেইল এক ক্লিকেই পেশাদার ই-মেইল রূপে পাওয়া যাবে। ডান পাশে নিচে ‘ইনসার্ট’ বাটনে ক্লিক করলে পূর্ণ লেখাটি ই-মেইল বডিতে যুক্ত হবে। সুবিধাটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় মাধ্যমেই ব্যবহার করা যাচ্ছে। এজন্য জিমেইল অ্যাপে কম্পোজ অপশনে গিয়ে ওপরের দিকে কলমের মতো পোলিশ আইকন পাওয়া যাবে, যা নির্বাচন করলে অসম্পূর্ণ লেখার ভিত্তিতে গোছানো লেখার সাজেশন দেওয়া হবে, যা ‘রিপ্লেস’ অপশনের মাধ্যমে ই-মেইল বডিতে নেওয়া যাবে। এক্ষেত্রেও সম্পাদনার সুযোগ থাকছে।

বন্যার সময় খাবার পানি পরিশোধনের উপায়

অ্যাপে স্ক্রিনের বাম থেকে ডানে সোয়াইপ করলেও হেল্প মি রাইট অপশন আসবে। সেখানে লেখার নির্দেশনাও দেওয়া যাবে। নির্দেশনা অনুসারে জেমিনি একটি লেখা দাঁড় করাবে, যেটি ই-মেইলের বডিতে ইনসার্ট করে নেওয়া যাবে। পোলিশ ফিচারটি ব্যবহার করতে জেমিনি বিজনেস ও এন্টারপ্রাইজ অ্যাড-অন থাকতে হবে। জেমিনি এডুকেশন ও এডুকেশন প্রিমিয়াম অ্যাড-অনও ব্যবহার করা যাচ্ছে। এছাড়া গুগল ওয়ান এআই প্রিমিয়াম ব্যবহারকারীরাও পোলিশ ব্যবহার করতে পারবেন।