বন্ধ রাখতে পারবেন জিমেইলের মোবাইল নোটিফিকেশন

মোবাইল নোটিফিকেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জিমেইলের জন্য নতুন সব ফিচার নিয়ে আসছে গুগল। ৯টু৫গুগলের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা এখন কম্পিউটারে জিমেইল ব্যবহার করার সময় মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখতে পারবে। খবর গ্যাজেটস নাউ।

মোবাইল নোটিফিকেশন

প্রাথমিকভাবে সীমিত কিছু ব্যবহারকারীর জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে সুবিধাটি উন্মুক্ত করা হয়। বর্তমানে আরো অনেক বেশি ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারছে। তবে এখনো পুরো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে এবং কর্মক্ষেত্রের অ্যাকাউন্টসগুলোয়ই শুধু ফিচারটি দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।

ফিচারটি বৈশ্বিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হলে ব্যবহারকারীরা জিমেইলে নোটিফিকেশন পজ ডায়ালগ দেখতে পাবে। সেই পপ আপটিতেই ব্যবহারকারী ল্যাপটপ বা কম্পিউটারে জিমেইল চালানোর সময়ে মোবাইল নোটিফিকেশন বন্ধ করতে পারবে।

ওজন কমানোর ১০টি কার্যকরী উপায়

আবার ব্যবহারকারী যখন মোবাইলে জিমেইল নোটিফিকেশন বন্ধ করে দেবে, তখন জিমেইলকে ডিভাইস ব্যবহার পর্যবেক্ষণ করার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ফিচারটি চালু থাকলে ব্যবহারকারীরা নতুন মেইলের নোটিফিকেশন শুধু ডেস্কটপেই দেখতে পাবে।