পিকনিক তো করতে যান, কিন্তু পিকনিকের বাংলা অর্থ কী জানেন?

পিকনিক1

লাইফস্টাইল ডেস্ক : শীতকাল আমাদের কাছে অন্যতম প্রিয় ঋতু আর এই শীতকাল ভোর চলে পিকনিক। কিন্তু পিকনিক একটি ইংরেজি শব্দ, কখনো ভেবেছেন এর বাংলা কী হতে পারে? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যেগুলো হয়তো আপনি কখনো শোনেন নি। এবার বিস্তারিত দেখে নেওয়া যাক…

পিকনিক1

১) প্রশ্নঃ ভেসলিনের আবিষ্কার আজ থেকে কত বছর আগে হয়েছিল?
উত্তরঃ ভেসলিনের আবিষ্কার হয়েছিল প্রায় দেড়শ বছর আগে।

২) প্রশ্নঃ নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয়?
উত্তরঃ নোবেল পুরস্কার ডিসেম্বর মাসে দেওয়া হয়।

৩) প্রশ্নঃ কোন দেশের কাছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে?
উত্তরঃ আমেরিকার কাছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে।

৪) প্রশ্নঃ ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন মাঠে খেলা হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ডের লর্ডসে ১৯৮৩ সালের ফাইনাল খেলা হয়েছিল।

৫) প্রশ্নঃ মানবজাতির এখনো পর্যন্ত সেরা আবিষ্কার কোনটি?
উত্তরঃ বিভিন্ন জনের নানান মতামত থাকতে পারে। আমার মতে, বিদ্যুৎ হলো এখনো পর্যন্ত সেরা আবিষ্কার।

৬) প্রশ্নঃ কোন প্রাণী সব থেকে বেশি বাঁশ খায়?
উত্তরঃ পান্ডারা বাঁশ খায়।

৭) প্রশ্নঃ ফাঁসির সাজা কখন দেয়া হয়?
উত্তরঃ সূর্যাস্তের আগে।

৮) প্রশ্নঃ কোন পাখি উড়তে পারে কিন্তু পাখি নয়?
উত্তরঃ বাদুড় উড়তে পারলেও, সে আসলে স্তন্যপায়ী প্রাণী।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে?
উত্তরঃ আমেরিকা।

বছরের শুরুতেই বিরাট সস্তায় মিলছে MacBook এবং iPhone15 সিরিজে

১০) প্রশ্নঃ পিকনিক তো করতে যান, কিন্তু জানেন পিকনিকের বাংলা অর্থ কী?
উত্তরঃ পিকনিক এর বাংলা অর্থ হলো — বনভোজন, উদ্যানাদিতে ভোজন বা চড়ুইভাতি।