Go Pro হচ্ছে আমেরিকার ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা অ্যাকশন ক্যামেরা তৈরির জন্য বিখ্যাত। সম্প্রতি তাদের নতুন ডিভাইস Hero 11 অ্যাকশন ক্যামেরা বিশ্বব্যাপী বাজারে উন্মোচিত হয়েছে।
এ ডিভাইস দিয়ে আপনি সর্বোচ্চ 5.3k রেজুলেশন এর ভিডিও করতে পারবেন। পাশাপাশি 4K রেজুলেশন ব্যবহার করার অপশনও দেওয়া আছে।
এ ডিভাইসের সবথেকে উইনিক ফিচার হচ্ছে ৮:৭ রেশিও বজায় রেখে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এর আগের মডেল থেকে এখানে উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয়েছে।
তবে প্রথাগত পদ্ধতিতে ১৬:৯ অনুপাত বজায় রেখে ছবি তোলা হয় বা ভিডিও করা হয়। আপনি ইচ্ছা করলে ডিভাইসে যে অনুপাতেই ভিডিও করেন না কেন পরবর্তী সময়ে তা পরিবর্তন করে ১৬:৯ অনুপাতে নিয়ে আসতে পারবেন।
Go Pro এ নতুন হাইপারভিউ নামে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সর্বোচ্চ রেজুলেশন বজায় রেখে ভিডিও করার ক্ষেত্রে এ সেন্সরের ভূমিকা অনেক।
Go Pro এর Hero 11 ভিডিও করার অনেক মোড পেয়ে যাবেন। তাছাড়া হাইপারস্পিড এর পঞ্চম ভার্সন ও হাইপারভিউ ডিজিটাল লেন্স এবং নাইট এফেক্ট টাইম ল্যাপ্স এর ফিচারও বেশ আকর্ষণীয়।
এটি ওজনে বেশ হালকা হওয়ায় সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার হেলমেট বা বাইকে এটি সহজেই যুক্ত করতে পারবেন।
এই ডিভাইসে ইমেজ স্ট্যাবেলাইজেশন টেকনোলজি দেওয়া হয়েছে। খুবই উচ্চমানের ও স্পষ্ট ছবি তুলতে সক্ষম এ ডিভাইস।
Go Pro তাদের অ্যাকশন ক্যামেরাটিকে এমনভাবে ডিজাইন করেছে যেন মানুষ খুব সহজে এটি পরিচালনা করতে পারে। সমস্ত সেটিং এবং অপশন বুঝে নিতে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। এটি কন্ট্রোল করা আসলেই অনেক সহজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।