আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। সঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস! এরইমধ্যে এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখলে চোখ কার্যত কপালে উঠবে। রাজ্যটিতে সব সরকারি স্কুলে ছাত্রদের ইউনিফর্ম দেয় রাজ্য সরকারই। কিন্তু সেই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে ছাগল! দিব্যি ঘাস খাচ্ছে মাঠে!
পুরুলিয়ার এক বাসিন্দার অভিযোগ, প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন গ্রামেরই এক ব্যক্তি কয়েকটি ছাগল মাঠে চরাচ্ছে এবং সবকটি ছাগলের গায়েই স্থানীয় সরকারি নিম্ন বুনিয়াদি স্কুলের ইউনিফর্ম! ইউনিফর্ম পরা সেই ছাগলদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে অভিযোগ উঠতেই স্কুলে জরুরি মিটিং ডাকেন প্রধানশিক্ষক। তার দাবি, ছাগল মালিকের পরিবারের কেউ ওই স্কুলে পড়েনি। ফলে স্কুলের ইউনিফর্মও দেওয়া হয়নি। তাহলে পেল কোথায়? ছাগল মালিকের বক্তব্য, প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো ইউনিফর্ম পাননি। বাড়িতে পুরনো ইউনিফর্ম ছিল। শীতের হাত থেকে বাঁচাতে ছাগলদের পরিয়ে দিয়েছেন। সূত্র : জি নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।