ভেড়ার লোম লাগিয়ে বিক্রি হচ্ছে ছাগল

আন্তর্জাতিক ডেস্ক : ছাগলের গায়ে আঠা দিয়ে লাগানো হচ্ছে ভেড়ার চামড়া বা লোম। আর সেই ছাগল বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে ভেড়া বলে। এমন অভিযোগ উঠেছে পাকিস্তানের পাঞ্জাবের কিছু পশুপালনকারীর বিরুদ্ধে।

স্টার্টআপ পাকিস্তান নামে স্থানীয় এক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন ভয়াবহ খবর। খবরে বলা হয়েছে, সম্প্রতি এমন প্রতারণার একটি ঘটনা সামনে এনেছেন ড. এজাজ আলি নামে পাঞ্জাবের এক বাসিন্দা।

এজাজ আলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যা রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভেড়ার চামড়া লাগিয়ে প্রতারণার মাধ্যমে একটি ছাগল বিক্রি করা হচ্ছে।

সামনেই ঈদুল আজহা তথা কোরবানি ঈদ। মহান আল্লাহ তায়ালার কাছে পশু উৎসর্গ করবে ধর্মপ্রাণ মুসলিমরা। কিন্তু সেই কোরবানির পশুকে ঘিরেই শুরু হয়েছে ক্রেতাদের সঙ্গে অভিনব প্রতারণা।

এ ঘটনা সামনে আসার পর পশুপালনকারীদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা ও নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠছে। এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে পাঞ্জাব কর্তৃপক্ষ।

পৃথিবীর সবচেয়ে দামি আম ‘সূর্যডিম’, একটির দাম ৭০ ডলার