বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন শো ‘বিগ বস কন্নড়’র ঘর থেকেই গ্রেপ্তার হয়েছেন প্রতিযোগী ভার্থুর সন্তোষ। মঞ্চে বাঘের নখ দিয়ে তৈরি লকেট গলায় ঝুলিয়ে ছিলেন। মূলত বাঘের নখ কেনাবেচা করা আইনবিরোধী। তাইতো সেটি নজরে আসতেই ‘বিগ বস’র ঘরে হাজির হন বন দফতরের কর্তারা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘বিগ বস কন্নড় ১০’ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষ সম্প্রতি রিয়েলিটি শো-এর সেখানে গিয়ে ভার্থুরের গলার লকেটটি পরীক্ষাও করেন তারা। পরীক্ষা করে দেখা যায়, আসল বাঘের নখ দিয়েই তৈরি ওই লকেট। তার পরই বনকর্মীরা ‘বিগ বস কন্নড়’ কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, যাতে ওই প্রতিযোগীকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‘বিগ বস’ এর ঘর থেকে ভার্থুর বেরিয়ে আসতেই তাকে গ্রেপ্তার করেন বনকর্মীরা।
এদিকে, সোমবার (২৩ অক্টোবর) অভিযুক্তকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
বন দফতরের এক আধিকারিক জানান, ভার্থুরের গলার ওই লকেটের বিষয়ে দর্শকের কাছ থেকে খবর পেয়েছিলেন তারা। দর্শকের অভিযোগের পরেই ‘বিগ বস’-এর ঘরে যান বনকর্মীরা।
নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
বেঙ্গালুরুতে গরুর ব্যবসা রয়েছে ভার্থুর সন্তোষের। হাল্লিকর প্রজাতির গরুর ফার্ম রয়েছে তার। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেনসেশন তিনি, তার বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিগ বসের টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু কে জানত বিগ বসের ঘর থেকে সোজা জেলে যেতে হবে তার। আপাতত তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সেটি প্রমাণ হলেই তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।