স্বর্ণের দাম নিয়ে বিশাল সুখবর

Gold

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। গত সোমবার স্পট মার্কেটে সর্বোচ্চ রেকর্ড দামের পর নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকেরা সুদহার কমানোর বিষয়ে সতর্কতা অবলম্বনও দাম কমার অন্যতম কারণ।

Gold

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। আউন্সপ্রতি এর মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪২১ ডলার ৭০ সেন্ট। আমেরিকার ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। গতকাল প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হয়েছে ২ হাজার ৪২১ ডলার ৭০ সেন্টে। সোমবার স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ২ হাজার ৪৪৯ ডলার ৮৯ সেন্ট।

স্বর্ণের দাম কমার বিষয়ে মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা স্টোনএক্স বিশ্লেষক রোনা ও’কনেল জানান, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, ব্যাংকিং সমস্যাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে বিশ্ব। এ ছাড়া বছরজুড়েই চলছে বিভিন্ন দেশের নির্বাচন। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা স্বাভাবিক।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল। ফেড সুদহার কমাতে পারে এ প্রত্যাশায় ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছিল আন্তর্জাতিক স্বর্ণের বাজার।

মুখে এলার্জি দূর করার ঘরোয়া উপায়

সামনে আমেরিকার ভোক্তা মূল্যস্ফীতির ডেটা প্রকাশ করার কথা রয়েছে। মূল্যস্ফীতির তথ্যের ওপর নির্ভর করছে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর এ সিদ্ধান্ত। আর ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা করছেন স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা।