কোমরের বেল্টে সোনার বকলেস, আটক ২

Gold Smugling

জুমবাংলা ডেস্ক : কোমরের বেল্টে সোনার বকলেসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) খুলনা নগরীর সাচিবুনিয়া মোড় থেকে তাদের আটক করা হয়।

Gold Smugling

আটকরা হলেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বতপাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল।

বাসটি সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে থামলে দুজন যাত্রী নামেন। এ সময় তাদের আচরণ সন্দেহে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সোনা পাচারের ব্যাপারে তারা অস্বীকার করেন। পরে এক্স-রে করার কথা বললে তারা স্বীকার করেন, তাদের কাছে স্বর্ণ রয়েছে।

তারা আরো জানান, এ সময় কোমরের বেল্টের বকলেস থেকে আনুমানিক ৫০ ভরি গলিত সোনা বের করে দেন আটকরা। তাদের দুজনের কাছ থেকে দুটি সোনার বকলেস ও একটি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে। এগুলো ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সোনা পাচারের এটি নতুন কৌশল।

নিজেরা সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করেছেন তারা। যেন কেউ বুঝতে না পারে। আবার ওই বকলেসের ওপর তারা রুপার রঙের আবরণ করে দিয়েছেন। তবে তাদের কৌশল কাজে আসেনি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।