স্বর্ণ কেনার সেরা সময় এখনই

গোল্ড

লাইফস্টাইল ডেস্ক : শতাব্দীর পর শতাব্দী ধরে মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। নেপথ্যে রয়েছে নানা কারণ। বিশেষ করে ধাতুটির দাম কখনও কমে না। অধিকন্তু অর্থনৈতিক অস্থিরতার সময় ব্যাপক আর্থিক নিরাপত্তা দেয় এটি।

গোল্ড

যুগ যুগ ধরে স্বর্ণের চাহিদা রয়েছে। কারণ, এটি সবসময় কেনা ও বেচা যায়। ফলে সময়ের পরিক্রমায় দামি সম্পদে পরিণত হয়েছে দুঃসময়ের বন্ধু ধাতুটি।

তবে স্বর্ণ কেনা সবসময় লাভজনক নয়। নির্দিষ্ট কিছু সময়ে এটি কিনলে ব্যাপক মুনাফা করা যায়। অর্থাৎ মোটা অংকের লাভের মুখ দেখা যায়। প্রভাবশালী মার্কিন সংবাদমাদ্যম সিবিএসের এক প্রতিবেদনের আলোকে তা আলোচনা করা হলো।

১. দাম কম থাকলে স্বর্ণ কিনুন
অন্যান্য সম্পদ বা বাজারের মতো স্বর্ণের মার্কেট অস্থির নয়। বিশেষ করে শেয়ারবাজারের মতো। তবে সময়ে সময়ে নিরাপদ আশ্রয় ধাতুটির দর ওঠা-নামা করে। ভূরাজনৈতিক স্থিতিশীলতা, চাহিদা কমলে এবং সরবরাহ বাড়লে স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়। সেসময় মূল্যবান ধাতুটি কেনা শ্রেয়।

বর্তমানে স্বর্ণ ক্রয়ে ছাড় দিচ্ছে বিশ্বের শীর্ষ দুই ভোক্তা দেশ চীন ও ভারত। অনুমিতভাবেই বলা যায়, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত কয়েক মাসের মধ্যে মূল্যও কম রয়েছে। ফলে এখনই এটি কেনা যায়।

২. মূল্যস্ফীতি চড়া থাকলে স্বর্ণ কিনুন

হালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। প্রায় সবধরনের পণ্যের দাম বেড়ে গেছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মূল্যমানও ঊর্ধ্বগামী আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংক।

এতে স্বর্ণের দাম নিম্নগামী রয়েছে। ফলে এটি কেনার এখনই সেরা সময়। বর্তমানে স্বর্ণ কিনে রাখলে আগামী দিনগুলোতে বেশি দামে বিক্রি করা যাবে।

৩. অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণ কিনুন

এখন গোটা বিশ্ব একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে রুশ সম্পদে অজস্র নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা মহল। এতে বিশ্বব্যাপী সবকিছুর দামে উলম্ফন ঘটেছে।

এ অবস্থায় সামনের দিনগুলোতে কখন কোন পণ্যের দর হঠাৎ ব্যাপক বৃদ্ধি পায়, তা বলা যাবে না। এ পরিস্থিতিতে নিশ্চিন্তে স্বর্ণ কেনা যায়। কারণ, অদূর ভবিষ্যতে এর মূল্য বাড়বে।

৪. শেয়ারবাজারে মন্দার সময় স্বর্ণ কিনুন

পুঁজিবাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বর্ণের মার্কেট। তালিকাভুক্ত নামীদামি কোনো কোম্পানির শেয়ার মূল্য কমলে মূল্যবান ধাতুটির দর বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে বিখ্যাত সব শেয়ারবাজারে মন্দা প্রবাহমান।

ফলে স্বর্ণ কেনার উপযুক্ত সময় এখনই। কারণ, আগামী দিনগুলোতে পুঁজিবাজারে ধস নামার আশঙ্কা রয়েছে। এ পরিবেশ সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ ধাতুটির প্রয়োজনীংতা অপরিহার্য হয়ে উঠবে।

শিক্ষক ও ছাত্রী আপত্তিকর অবস্থায় ধরা, ভাইরাল ভিডিও

পরিশেষে বলা যায়, মূল্যস্ফীতি চড়া থাকলে, অর্থনীতি সংকুচিত হলে, শেয়ারবাজারের মন্দা বিরাজ করলে নিশ্চিন্তে স্বর্ণ কেনা যায়। সেরকম পরিস্থিতি মিলিয়ে স্বর্ণ কিনে ফেলুন।