বিনোদন ডেস্ক : পাম দ’র জিতে বাজিমাত করল সুইডেনের বহুল আলোচিত সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। তীব্র শ্লেষ আর সমাজের অসঙ্গতি নিয়ে বিদ্রূপে ঠাসা সিনেমাটি দর্শকদের পাশাপাশি বিচারকদেরও নজর কাড়ল। শনিবার পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের উৎসবের সমাপনী আয়োজন ছিল। এতে সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে উঠেছে সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ডের। খবর বিবিসির।
তার সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এর চরিত্ররা কেউ ফ্যাশন তারকা, কেউবা টাকার কুমির। কিন্তু অপ্রত্যাশিত সব ঘটনা তাদের খ্যাতি আর অর্থের জেল্লা ধুয়ে দিয়ে আদি মনুষ্য চেহারা প্রকাশ্যে আনে।
এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণ পাম জিতলেন সুইডিশ চলচ্চিত্রকার রুবেন ওস্টলান্ড। এর আগে আর্ট মিউজিয়ামের এক কিউরেটরের গল্প নিয়ে বানানো তার সিনেমা ‘দ্য স্কয়ার’ ২০১৭ সালে কানে সেরার পুরস্কার জিতেছিল।
কানের এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উক। ২০০৩ সালে ক্রাইম থ্রিলার ‘ওল্ডবয়’ নির্মাণ করে আলোচনায় আসা উক এবার কানের সম্মাননা পেয়েছেন ‘ডিসিশন টু লিভ’ সিনেমার জন্য।
দক্ষিণ কোরিয়ার জন্য শনিবার একটি শুভ দিন হয়েই এসেছিল কানে। ব্রোকার সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোরিয়ার সং কাং হো। তার অভিনীত সিনেমা প্যারাসাইট ২০১৯ সালের অস্কার জিতেছিল।
কোন বিভাগে কে বিজয়ী
স্বর্ণ পাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (পরিচালক রুবেন ওস্টলান্ড)
সেরা পরিচালক: পার্ক চ্যান-উক (সিনেমা: ডিসিশন টু লিভ)
সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (সিনেমা: হলি স্পাইডার)
সেরা অভিনেতা: সং কাং হো (সিনেমা: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)
গ্র্যাঁ প্রি: যৌথভাবে ক্লোজ (পরিচালক: লুকাস ডোন্ট) এবং স্টারস অ্যাট নুন (পরিচালক: ক্লেয়ার ডেনি)
সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (সিনেমা: বয় ফ্রম হ্যাভেন)
জুরি পুরস্কার: যৌথভাবে ইও (পরিচালক: ইয়াজি স্কলিমোস্কি) এবং দ্য এইট মাউন্টেন ( পরিচালক: শার্লট ফান্দারমিয়ার্স ও ফেলিক্স ফন খ্রোনিনেন)
কান উৎসবের ৭৫ বছর পূর্তির পুরস্কার: জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন (সিনেমা: টরি অ্যান্ড লকিটা)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স ( পরিচালক: জিয়ানিং চেন)
স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মাননা): মেলানকলি অব মাই মাদারস লুলাবিস (অবিনাশ বিক্রম শাহ)
সে সময় কাজ দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাকে বাঁচিয়েছে : সোনু সুদ
ক্যামেরা দ’র: ওয়ার পনি (পরিচালক: রাইলি কিয়াও ও জিনা গামেল)
ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): প্ল্যান সেভেনটি ফাইভ (পরিচালক হায়াকাওয়া চিয়ে)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।