জুমবাংলা ডেস্ক : দেশের স্বর্ণের দাম সর্বকালে সব রেকর্ড ভাঙলো। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা।
এর আগে দেশে ভালোমানের সোনার দাম ভরিতে ৯০ হাজার ৭৪৬ টাকা ছিলো। রবিবার (১৫ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে। শনিবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ ভালো মানের প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম তিন হাজার ৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ৯০ হাজার ৭৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৭ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ৮৬ হাজার ৬০৫ টাকা করা হয়। এর আগে সবশেষ শনিবার (৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে প্লাটিনামের দামও বেড়েছে। তবে রুপার দাম কিছুটা কমেছে। গত এক সপ্তাহে রুপার দাম শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে প্রতি আউন্স ২৩ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। আর প্লাটিনামের দাম এক দশমিক ৯২ শতাংশ বেড়ে এক হাজার ৯০ দশমিক শূন্য ৬ ডলারে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।