আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে ছয় মাসের মধ্যে গতকাল সোমবার সোনার দাম সর্বোচ্চ হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ডলারের দরপতন ও মার্কিন সুদহার বেড়ে যাওয়ার কারণে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের জানিয়েছে, গতকাল স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাম দাঁড়িয়েছে ২ হাজার ১২ ডলার ৯২ সেন্ট। গত ছয় মাসের মধ্যে এটিই সোনার সর্বোচ্চ দাম। এর আগে গত ১৬ মে সোনার দাম উঠেছিল ২ হাজার ১৭ ডলার ৮২ সেন্ট।
এদিকে গতকাল আমেরিকার ফিউচার মার্কেটে সোনার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাম দাঁড়িয়েছে ২ হাজার ১৩ ডলার ৮০ সেন্ট।
গতকাল অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারেরও দরপতন হয়েছে। ডলারের বিনিময়মূল্য দশমিক ১ শতাংশ কমে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। স্বাভাবিকভাবেই ডলারের বিনিময়মূল্য কমে এলে সোনার চাহিদা বাড়ে এবং চাহিদা বাড়ার কারণে এর দাম ঊর্ধ্বমুখী হয়।
এ বিষয়ে ফরেন এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ক্রেইগ এরলাম রয়টার্সকে বলেন, সোনার দাম শেষ পর্যন্ত ২ হাজার ডলারের ওপরে উঠে গেল। আমেরিকার মূল্যস্ফীতি ও গত সপ্তাহের চাকরির রিপোর্টের প্রভাবেই এমন ঘটনা ঘটেছে।
এদিকে ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ডিসেম্বরেও সুদহার অপরিবর্তিত রাখবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। তবে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল মনে করছে, আগামী বছরের মে মাস নাগাদ সুদহার কমার সম্ভাবনা ৬০ শতাংশ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।