আড়াই মাসে স্বর্ণের দর সর্বোচ্চে উঠেছে

স্বর্ণের দর

জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে হঠাৎ স্বর্ণের দর ব্যাপক বেড়েছে। গত আড়াই মাসের মধ্যে তা সর্বোচ্চে উঠেছে। কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

স্বর্ণের দর

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে কমেছে। এতে শিগগিরই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধি থেকে বিরত হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের আগামী আগস্টের সরবরাহ মূল্য বেড়েছে ২৬ দশমিক ৪০ ডলার। কার্যদিবস শেষে প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৮৩ ডলারে। গত জুনে মার্কিন মুলুকে খুচরা বিক্রি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। যেখানে পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।

বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও শক্তিশালী হয়নি। এছাড়া সব জায়গায় মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসেনি। ফলে কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার বাড়িয়ে যেতে পারে তারা। তাতে স্বর্ণের চাহিদা কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এদিন গ্রিনব্যাক সূচক সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। তবে তা এখনও বিগত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে আছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৭৫ ডলার ৫০ সেন্টে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো ব্রাজিল

এছাড়া ১০ বছর মেয়াদি ইউএস ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে আরও চাঙা হয়েছে বুলিয়ন মার্কেট।আগামী কিছুদিনের মধ্যে আউন্সপ্রতি যার দাম ২০০০ ডলারের ওপরে উঠতে পারে।