জুমবাংলা ডেস্ক : চার দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে কমেছে সোনার দাম। নতুন নির্ধারিত দামে— ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। আগের দামের তুলনায় এবার ভরিপ্রতি ১ হাজার ২৪৮ টাকা কমেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন মূল্য হ্রাসের তথ্য জানায়।
এর আগে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা ২৯ মার্চ থেকে কার্যকর হয়েছিল।
নতুন স্বর্ণের দাম তালিকা (প্রতি ভরি):
- ২২ ক্যারেট – ১,৫৬,৬২৪ টাকা
- ২১ ক্যারেট – ১,৪৯,৪৯৭ টাকা
- ১৮ ক্যারেট – ১,২৮,১৪১ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ – ১,০৫,৬৬৪ টাকা
চলতি বছরের স্বর্ণের দাম পরিবর্তনের চিত্র
২০২৪ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৭ বার সোনার দামে পরিবর্তন এনেছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে।
কল্পনার প্রেম যদি বাস্তব হতো? ‘Penelope’ মুভির মিষ্টি রূপকথা (Penelope)
উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এরপর ধাপে ধাপে বেড়ে ২৮ মার্চ তা দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।