বিশ্ব বাজারে ৩ মাসের মধ্যে ‘সর্বনিম্ন’ পর্যায়ে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। বুধবার (২১ জুন) হোয়াইট হাউসে আর্থিক সম্মেলনে এ আভাস দিয়েছেন ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল।

এতে গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে। গত ৩ মাসের মধ্যে যা ‘সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে বুলিয়নের দরপতন ঘটেছে।

এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯৩৬ ডলারে স্থিতিশীল হয়েছে। এর আগে মূল্যবান ধাতুটির মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ হ্রাস পায়। বিগত ৩ মাসের মধ্যে তা ছিল সবচেয়ে কম।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৪৪ ডলার ৯ সেন্টে।

ক্যাপিটাল হিলে ফেড চেয়ারম্যান পাওয়েল বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে হবে আমাদের। বর্তমানে অর্থনীতি স্থিতিশীল আছে। সেটা এ পর্যায়ে থাকলে কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে হবে। ফলে চাপে পড়েছে স্বর্ণের বাজার।

কিটকো জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জিম ওয়েকফ বলেন, শুধু এ কারণেই নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমছে না। এর নেপথ্যে ট্রেজারি ইল্ড বৃদ্ধি এবং মার্কিন মুদ্রা ডলার বিক্রির টেকনিক্যাল কারণও আছে।

এরই মধ্যে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে বুলিয়ন কাছে রাখার খরচ বেড়েছে।

চলতি মাসে সুদের হার বাড়ায়নি ফেড। তবে আগামী জুলাইয়ে সেটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রায় ৭৫ শতাংশ। এতে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা।

৩০ বিলিয়ন ডলার অতিক্রম করল বৈদেশিক মুদ্রার রিজার্ভ