জুমবাংলা ডেস্ক : অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। রোববার (২৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ ঘোষণা দিয়েছে। সোমবার (২৯ মে) থেকেই নতুন দর কার্যকর হবে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের মূল্য ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৫ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূলত ২ কারণে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটলো। প্রথমত, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি স্বর্ণ) দাম কমেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেয়েছে।
এদিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম ধার্য করা হয়েছে।
সাধারণত, তেজাবি স্বর্ণ আমদানি করা হয় না। এটি দেশেই পাওয়া যায়। এ স্বর্ণ একেবারে পাকা। সারাদেশ থেকে পুরোনো স্বর্ণ কেনেন রাজধানীর তাঁতীবাজারের ব্যবসায়ীরা।
পরে মেশিনে সেগুলোর খাদ বাদ দেয়া হয়। এতে ১০০ শতাংশ খাঁটি স্বর্ণ পাওয়া যায়। একে তেজাবী স্বর্ণ বলে। সম্প্রতি এ স্বর্ণের দাম কমেছে।
তবে মূলত বিশ্ববাজারে টানা দরপতন ঘটায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। গত এক সপ্তাহে প্রতি আউন্সের দর কমেছে ৩১ ডলার। আগের সপ্তাহে কমে ৩৪ ডলার।
এতে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে আউন্সপ্রতি স্বর্ণের মূল্য নিম্নমগামী হয়েছে ৬৫ ডলার। এ পরিস্থিতিতেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এদিন বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন বাজুসের দায়িত্বশীল কর্তারা।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ঋণ সীমা বৃদ্ধির ইতিবাচক আভাস পাওয়া গেছে। এতে বিনিয়োগকারীদের কাছে বুলিয়নের চাহিদা কমেছে।
এছাড়া দেশটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে আরেক দফা সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তাতে ইউএস মুদ্রা ডলারের মূল্য বেড়েছে। ফলে চাপে পড়েছে স্বর্ণের বাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।