আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন স্তরে আছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনের শেষ ভাগে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর ভিত্তি করে সুদের হার কতটা বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তা নির্ভর করছে।
আপাতত সেদিকে নজর দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে নিরাপদ আশ্রয় ধাতুটির ব্যাপক দরপতন ঘটেছে। গত ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম।
অবশ্য আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭০ ডলার ৯৯ সেন্টে। তবে তা বিগত ৭ মাসের মধ্যে সবচেয়ে কম।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৮৮ ডলার ৫০ সেন্টে।
সবমিলিয়ে চলতি মাসে স্বর্ণ দর হারিয়েছে ৩ শতাংশের বেশি। এ নিয়ে ২০২৩ সালের টানা ২ প্রান্তিকে বুলিয়ন বাজার নিম্নগামী থাকলো।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন মুদ্রা ডলার এবং দেশটির ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৪ ত্রেমাসিকের মধ্যে যা সর্বোচ্চ। মূলত, এই কারণেই চাপে পড়েছে স্বর্ণ।
এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজারের গ্লোবাল হেড নিকোলাস ফ্র্যাপেল বলেন, দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড। ইতোমধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই আভাস দিয়েছেন। এতে চাপে পড়েছে স্বর্ণের বিশ্ববাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।