জুমবাংলা ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালের প্রায় মাঝামাঝিতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করে ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই থেকে এখন পর্যন্ত সুদের হার বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এতে মার্কিন মুদ্রা ডলার ব্যাপক শক্তিশালী হয়েছে।
তবু স্বর্ণের আবেদন একটুও কমেনি। শিগগিরই সুদহার বাড়ানো বন্ধ করতে যাচ্ছে ফেড। তাতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় ধাতুটির আকর্ষণ আরও বেড়ে গেছে। কারণ, ডলারের তেজ কমতে শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের কাছে স্বর্ণের চাহিদা ব্যাপক বেড়েছে। ফলে অতি দ্রুত রেকর্ড উচ্চতায় পৌঁছবে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম। কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বর্তমানে দারুণ অবস্থায় রয়েছে বুলিয়ন মার্কেট। শিগগিরই সুদের হার বাড়ানো থেকে বিরত হচ্ছে ফেড। এতে স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় উঠবে।
ফ্রাঙ্কলিন গোল্ড অ্যান্ড প্রিসিয়াস মেটালস ফান্ডের লিড পোর্টফোলিও ম্যানেজার স্টিভ ল্যান্ড এক সাক্ষাৎকারে বলেন, দিন দিন বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বাড়ছে। এতে সর্বকালের সর্বোচ্চে উঠবে দুঃসময়ের বন্ধু ধাতুটির মূল্য। প্রতি আউন্সের দাম ২০০০ ডলার ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর রয়েছে। এতে আর্থিক বাজারে মন্দার শঙ্কা থেকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা।
স্টিভ ল্যান্ড বলেন, এখন স্বর্ণের যে দাম, তাতে আমি অনেক খুশি। দারুণ সময় কাটাচ্ছে উজ্জ্বল ধাতুটি। তাতে বিশ্বব্যাপী অর্থনীতি নিয়ে বিদ্যমান অনিশ্চয়তা প্রতিফলিত হচ্ছে। এ অবস্থায় আউন্সপ্রতি স্বর্ণের দাম রয়েছে ১৯৫০ ডলারের ওপরে। সামনের দিনগুলোতে তা শুধুই বাড়বে।
বুধবার (২৬ জুলাই) দুই দিনব্যাপী বৈঠকে বসছেন ফেডের নীতি-নির্ধারকরা। প্রত্যাশা করা হচ্ছে, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াবেন তারা। এরপরই এতে ইতি টানবেন। এখানেই এ চক্রের পরিসমাপ্তি ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।