সিংগাইরে পুলিশ পরিচয়ে দেড় কোটি টাকার স্বর্ণ লুট

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে কৃষ্ণ সাহা (৫৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নগদ আড়াই লক্ষ টাকা, দেড়শ ভরি স্বর্ণ ও আড়াইশ ভরি রোপা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ-সাহরাইল সড়কের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চঙ্গপুরাচক এলাকা থেকে হাত-পা বাঁধা আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ সাহা ঢাকা জেলার নবাবগঞ্জের আগলার টিকিটপুর এলাকার বিজয় সাহার ছেলে। তিনি আগলার টিকিটপুর বাজারে স্বর্ণের ব্যবসায়া করেন।

সোমবার (০১ মে) সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইরমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কৃষ্ণ সাহার বরাতে পুলিশ জানান, রোববার সকালে নগদ আড়াই লক্ষ টাকা, দেড়শ ভরি স্বর্ণ ও আড়াইশ ভরি রোপা নিয়ে রিকশা যোগে দোকানের দিকে যাচ্ছিলেন কৃষ্ণ সাহা। কিন্তু বাড়ি ও দোকানের মাঝমাঝি পৌছানো মাত্রই একটি প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করে এবং প্রাইভেটাকারের ভেতর থেকে ৭-৮জন ব্যক্তি নেমে নিজেদেকে পুলিশ পরিচয় দেয়। এরপর মামলার কথা বলে ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে প্রাইভেটকারের ভেতরে তুলে হাত হ্যান্ডকাফ পরিয়ে মুখ ও পা বেধে ফেলে। এরপর পাশ্ববর্তী মানিকগঞ্জ জেলার সিংগাইরে তাকে ফেলে চলে যায় পুলিশ পরিচয়ের দৃর্বৃত্তরা।

সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইরমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আহত অবস্থায় স্বার্ণ ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যবসায়ীর পা বাঁধাসহ মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও তিনি জানান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছে। বর্তমানে ওই স্বর্ণ ব্যবসায়ী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা নিয়ে এসে আইনগত ব্যবস্থা নিবে বলেও ওসি জানান।