ভিয়েতনামে গোল্ডেন ব্রিজে প্রভা, ভাইরাল ছবি

প্রভা

বিনোদন ডেস্ক : সাদিয়া জাহান প্রভা জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।

প্রভা

কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। সম্প্রতি ভিয়েতনামের ডানাং শহরের গোল্ডেন ব্রিজে ঘুরতে গিয়েছেন এই অভিনেত্রী। সেখানকার বেশ কিছু মুহূর্ত সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সেখান থেকে দেখুন তার কয়েক ঝলক স্থির ছবি।

একটি ছবিতে দেখা যাচ্ছে প্রভা আলোকময় সন্ধ্যায় হ্যানয়ের নিকটবর্তী হই অ্যান নামের একটি শহরে হ্রদে পা ছড়িয়ে বসে আছেন। এর একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনেও লিখে দিয়েছেন, মধুর আলস্য। নানা কারণেই গুরুত্বপূর্ণ এই শহরকে ১৯৯৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জায়গাটি পর্যটন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ।

প্রভা

নিজের ইনস্টাগ্রামে জানালেন, বিভিন্ন শহর ছাড়াও দেশটির রাজধানী শহর হ্যানয়েও বেশ ঘুরে বেড়াচ্ছেন। মুগ্ধ হচ্ছেন দেশটির কৃষ্টি ও সংস্কৃতির সংস্পর্শে গিয়ে। জনবহুল এলাকার ভেতর দিয়ে এঁকে বেকে চলা রেলপথে গিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। এই রেলপথ সত্যিই বিস্ময়কর। খুবই সংকীর্ণ পথ দিয়ে রেলগাড়ি ছুটে যাচ্ছে। সেসবের ভিডিও করেছেন অভিনেত্রী।

দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হলো শাওমির নতুন স্মার্টফোন, রইল স্পেসিফিকেশন

তবে প্রভার সঙ্গে কে রয়েছেন সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু প্রভাও জানাননি যে তিনি কারও সঙ্গে গিয়েছেন নাকি একাই গিয়েছেন।সাদিয়া জাহান প্রভা নাটক বা মডেলিং দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।