গোল্ডেন গ্লোবের মতো জাকজমকপূর্ণ বিশ্ব আসরে যোগ দিয়ে নজর কাড়লেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ৮৩তম এ আসরে সঞ্চালনাও করেন এই ‘দেশি গার্ল’।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় জমকালো এই অনুষ্ঠান। এতে স্বামী গায়ক নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হাজির হন এই অভিনেত্রী। অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা বেছে নেন, জোনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা আকর্ষণীয় একটি কাস্টম ডিওর হুট কুতিয়া গাউন, যার সঙ্গে ছিল স্টাইলিশ হিরার গহনা।
এ মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে দু’জনে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন পরিবেশ বদলে যায়। রেড কার্পেটে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া নিকের টাই ঠিক করে দেন। আবার নিক তার স্ত্রী প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিতেও দেখা যায়। দুই তারকার এমন মিষ্টি মুহূর্ত দেখে নেটিজেনরা প্রশংসা করছেন।
অন্য একটি ভিডিও সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। তাতে দেখা যায়, নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া দূরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। প্রিয়াঙ্কাকে ক্রমাগত ক্যামেরা ফোকাস করতে দেখা যায়। আর নিক জোনাস প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন। স্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার ব্যাপারটি নেটিজেনদের ভীষণভাবে মুগ্ধ করেছে।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছে তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


