বিনোদন ডেস্ক : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন ভারতের পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির সুবাদে এই সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। গোল্ডেন গ্লোবসের সেরা পরিচালক বিভাগে এবারই প্রথম মনোনীত হলেন কোনও ভারতীয় নির্মাতা।
পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছে। যদিও ভারত থেকে অস্কারে এই ছবি পাঠানো হয়নি। অস্কারের জন্য ভারত বেছে নিয়েছে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
গোল্ডেন গ্লোবসের এবারের আসরে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্য পাঁচটি ছবি হলো ‘এমিলিয়া পেরেস’ (ফ্রান্স), ‘দ্য গার্ল উইথ দ্য নিডেল’ (ডেনমার্ক), ‘আই অ্যাম স্টিল হিয়ার’ (ব্রাজিল), ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’ (ইরান), ‘ভেরমিলিও’ (ইতালি)।
সেরা পরিচালক বিভাগে পায়েল কাপাডিয়ার পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ফ্রান্সের জ্যাক অডিয়ার (এমিলিয়া পেরেস), যুক্তরাষ্ট্রের শন বেকার (আনোরা), জার্মান বংশোদ্ভূত অস্ট্রিয়ান-সুইস পরিচালক এডওয়ার্ড বার্গার (কনক্লেভ), যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট), ফ্রান্সের কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স)। তালিকায় নারী নির্মাতা দুই জন। পায়েলের মতোই ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেন কোরালি ফারজাঁ। ফরাসি এই নির্মাতার ‘দ্য সাবস্ট্যান্স’ কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।
সোমবার (৯ ডিসেম্বর) ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন ভারতীয় বাঙালি বংশোদ্ভুত আমেরিকান অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরিস চেস্টনাট। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে।
গত মে মাসে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। কানের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর নির্বাচিত হওয়া ভারতীয় ছবি এটি।
সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড ও গোথাম অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এছাড়া মর্যাদাসম্পন্ন সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের দৃষ্টিতে ২০২৪ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এটি।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর বেশিরভাগ সংলাপ মালায়লাম। ছবিটিতে অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম। এর গল্প একই হাসপাতালে কর্মরত তিন নারীকে ঘিরে। তাদের মধ্যে নার্স প্রভা ও অনু একই বাসায় ভাড়া থাকে। মুম্বাই শহরের কোলাহলে নারীদের প্রেম, আকাঙ্ক্ষা ও একাকীত্ব কাব্যিকভাবে উপস্থাপন করা হয়েছে এতে।
যুক্তরাষ্ট্রে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ পরিবেশনা করছে জেনাস ফিল্মস ও সাইডশো। ভারতে এর পরিবেশক অভিনেতা রানা দাগ্গুবাতির স্পিরিট মিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।