বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যে কোনও ইউ টিউবারের কাছেই সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু, এবার মাত্র কয়েকশো টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন! অন্ততপক্ষে বাংলাদেশের ভাইরাল এক বিজ্ঞাপন জানাচ্ছে এমনটাই। বিষয়টি ঠিক কী?
মুহূর্তে বদলে যাবে ইউ টিউবের ‘স্টেটাস’। সাবস্ক্রাইবারের দরকার নেই! মাত্র ২৪০০ টাকাতেই ইউ টিউবাররা পাচ্ছেন সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন পাওয়া যাচ্ছে ৩৪০০ টাকায়!
অন্ততপক্ষে বাংলাদেশের একটি ভাইরাল বিজ্ঞাপন জানাচ্ছে এমনটাই। ‘স্টুডিও ডেকোরেশন’ নামক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট শেয়ার হয়েছে। যেখানে লেখা -“মাত্র ২৪০০ টাকায় ইউ টিউবে সিলভার প্লে বাটন।
গোল্ডেন প্লে বাটন মাত্র ৩৪০০ টাকা। আপনি ইউ-টিউব নিয়ে কাজ করেন? আপনি আপনার ইউ টিউব স্টুডিয়োটাকে আলাদা লুকে দেখতে চান? তাহলে প্রোডাক্টগুলো আমদানি করেছি। এটা আপনার স্টুডিওতে লাগিয়ে ইউ-টিউব স্টুডিও কে আলাদা দৃষ্টি-নন্দন রূপে গুছিয়ে নিতে পারেন। আমরা আপনার ইউ-টিউব চ্যানেলের নাম দিয়ে প্রিন্ট করে দেব। আপনার ফ্যান ফলোয়ারদের বিশ্বস্ত হতে পারবেন।
তাহলে আর দেরি কেন এখনই আপনি অর্ডার করতে পারেন। প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পে করবেন। কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয়। বিঃদ্রঃ অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ অগ্রিম পাঠাতে হবে।”
এই বক্তব্যের পর একটি ‘ডিসক্লেমার’-ও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, “এটা আসলে একটি ডেকোরেশন জাতীয় প্রোডাক্টস। যারা ‘ভিডিয়ো’ মিডিয়া নিয়ে কাজ করে তাদের স্টুডিওকে সাজাতে শুধু এটিকে ব্যবহার করা হবে। অন্যথা অন্য কোনও উদ্দেশ্যে তা ব্যবহার করা যাবে না। এটা ঘর সাজানোর বিষয়। এটা একটা মজা হিসেবে ব্যবহার করার জন্য। আইন বহির্ভূত কোনও কাজে কেউ ব্যবহার করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।”
উল্লেখ্য, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেকে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তুলে ধরছেন। যে সমস্ত ইউটিউবারদের সাবস্ক্রাইবার সংখ্যা ১০০০০০ ছাড়ায় তাদের পুরস্কার হিসেবে সিলভার প্লে বাটন দেওয়া হয়। অন্যদিকে,দশ লাখ সাবস্ক্রাইবারের পাশাপাশি আরও একাধিক শর্ত পূরণ করতে পারলে ইউ টিউবের তরফে গোল্ড প্লে বাটন দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কীভাবে দেদারে বিক্রি হচ্ছে এই প্লে বাটন? সেগুলি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে পারে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের এই বিজ্ঞাপন নিয়ে রীতিমতো হইহট্টগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। এক নেটিজেন লিখেছেন, “আগে রেজাল্ট পরে পরীক্ষা।
এটাও দেখতে হল শেষ পর্যন্ত যে ইউটিউব প্লে বাটনও কিনতে পাওয়া যায়। গর্বের সঙ্গে বলছি এই হল আমাদের দেশ।” বাংলাদেশের সাইবার পুলিশের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।