বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের ‘মিস্টার মাম্মি’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। শাদ আলি পরিচালিত এই ছবির ট্রেলার দেখে এ ছবির বিরুদ্ধে অভিযোগ আনলেন টালিপাড়ার অগ্নিদেব-পুত্র আকাশ চট্টোপাধ্যায়। তার দাবি, এ ছবির কাহিনি সম্পূর্ণ তার তৈরি। কমেডি ঘরানার ছবিটির প্রযোজক ছিল ‘টি সিরিজ’। ছবিতে অভিনয় করেছে বলিউডের জনপ্রিয় আলোচিত জুটি ও তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।
নতুন এ ছবিটিতে দেখা যাবে, অজ্ঞাত কারণে রিতেশের অভিনীত চরিত্রটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে টালিউডের প্রযোজক পরিচালক আকাশ চট্টোপাধ্যায়ের ছবির এ কনসেপ্ট চুরি হয়ে কীভাবে বলিউডে এল এমন প্রশ্ন এখন সবার মনে দানা বাঁধতে শুরু করেছে।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তিনি বলেন, নব্বইয়ের দশকে হলিউডে আরনল্ড সোয়ার্জেনেগার ‘জুনিয়র’ নামে একটা ছবি করেন। সেখানে তার চরিত্রটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। ওই বিষয়টিকে ফোকাস করে ২০১৯ সালে আমি এ রকম একটা চিত্রনাট্য লিখি এবং টি সিরিজ-এর কর্ণধারের সঙ্গে যোগাযোগ করি। তার গল্পটা পছন্দ হয়। কিন্তু সংস্থার পক্ষ থেকে পরে তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।
এরপর টি সিরিজের পক্ষ থেকে নতুন একটি ছবি তৈরির ঘোষণা দেয়া হয়। ছবির নাম ‘মিস্টার মাম্মি’। নামটি শুনেই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু এখন ট্রেলার দেখার পর নিশ্চিত হই যে আমার বিষয়ভাবনার আধারেই ‘মিস্টার মাম্মি’ ছবিটি তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, আমার চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়েশনে দাখিল করা আছে। আমি কোনও টাকা চাই না। আমি শুধু এই ছবিতে আমার প্রাপ্র্য নামটা দেখতে পেলেই খুশি। আইনজীবীর সঙ্গে কথাও বলেছি। বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত হওয়ায় এখন প্রযোজনা সংস্থাকে আমরা আইনি নোটিশ পাঠাব।
উল্লেখ্য, এর আগে লিউডের অমর কৌশিক পরিচালিত ‘বালা’ ছবিটির চিত্রনাট্য চুরি করা হয়েছিল টালিউড থেকেই। টালিপাড়ার পরিচালক পাভেলের এমনটাই দাবি ছিল। আইনের পথেও হাঁটেন তিনি। কিন্তু টাকা পয়সা আর ক্ষমতায় তারা বেশি হওয়ায় তিনি তার পক্ষে রায় পাননি। তাই আকাশকে উপদেশে দিয়ে পাভেল বলেন, উপযুক্ত প্রমাণ হাতে থাকলে অবশ্যই আইনি পথে এগোনো উচিত আকাশের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।